বহু বছরের বন্ধুত্ব তাঁদের। অভিনয়জীবনের শুরুও প্রায় এক সময়ে। ‘সাথী’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় অভিনেতা জিতের। এই ছবির মাধ্যমে বড়পর্দায় কাজ শুরু করেছিলেন কাঞ্চন মল্লিকও। তার পরে একের পর এক ছবিতে অভিনয় করেছেন তাঁরা। আটবছর পরে আবার একসঙ্গে কাজ তাঁদের। দেখা হয়ে কী কথা হল দুই অভিনেতার?
অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন এবং অভিনেতা জিৎ দু’জনেই প্রায় একই এলাকার। কাঞ্চন বললেন, “আমাদের দু’জনেরই প্রথম ছবি ‘সাথী’। তার পর থেকে ওর সঙ্গে অনেক ছবিতে কাজ করেছি। ফলে বন্ধুত্ব যে কত বছরের হল তা গুনতে হবে। এখন দু’জনেই আমরা ব্যস্ত। কিন্তু এত দিন পরে দেখা হয়েও সেই পুরনো আড্ডা হল। সেটাই বেশি আনন্দের। তার মধ্যে ওর ছেলে আর আমার মেয়ে দু’জনেই প্রায় কাছাকাছি বয়স। দুই বাবারও গল্প হল।”
জিতের আগামী ছবি ‘কেউ বলে সন্ন্যাসী, কেউ বলে ডাকাত’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কাঞ্চনকে। অভিনেতা যোগ করলেন, “জিতের মেকআপ ভ্যানে বেশ কিছু ক্ষণ গল্প হল। পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল। ওর ছেলের গল্প শুনলাম। কৃষভির ছবি দেখল। দুই বাবার বেশ গল্প হল ছেলেমেয়েদের নিয়ে। আগে কত বার হয়েছে শুটিং থেকে ফিরেছি জিতের সঙ্গে। ও আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে গিয়েছে। সে সব দিনেই ফিরে গিয়েছিলাম।” উল্লেখ্য, চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা এই ছবির। এ ছাড়াও কাঞ্চন শুরু করবেন সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবির শুটিং। এ ছাড়া ‘নিকষছায়া ২’ ওয়েব সিরিজ়েও দেখা যাবে তাঁকে।