Advertisement
E-Paper

‘নালা পরিষ্কার, রাস্তা সারাই আমার কাজ নয়’ রাজনীতিতে পা দিয়ে তিতিবিরক্ত কঙ্গনা!

সাংসদ হওয়ার পরে বছর ঘুরতে না ঘুরতেই রাজনীতি থেকে মন উঠে গেল অভিনেত্রীর! নালা পরিষ্কারের মতো সমস্যা নিয়ে আসছেন লোকে। তাতেই ক্ষিপ্ত তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ২০:২৯
Kangana Ranaut shares People come to me with problems like broken roads and broken naali

রাজনীতিতে এসে কেন সুখে নেই কঙ্গনা? ছবি: সংগৃহীত।

এক সময় নিজের অভিনয় কেরিয়ারকে খাটো করে দেখিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। যখন রাজনীতিতে পাকাপাকি ভাবে যোগ দেবেন বলে মনস্থির করেন, সেই সময় কঙ্গনা নিজেই জানান, সিনেমা একটা মিথ্যার দুনিয়া, মানুষজনও নকল। প্রায় দিনই বলিতারকাদের নিয়ে নানা সমালোচনা করতেন। শেষমেশ ২০২৪-এর লোকসভা ভোটে হিমাচলপ্রদেশের মান্ডি লোকসভা থেকে নির্বাচন দাঁড়ান বিজেপির টিকিটে। জিতেও যান কঙ্গনা। তাঁর সাংসদ হওয়ার বছর ঘুরতে না ঘুরতেই রাজনীতি থেকে মন উঠে গেল অভিনেত্রীর! নালা পরিষ্কারের মতো সমস্যা নিয়ে আসছেন লোকজন। তাতেই নাকি ক্ষিপ্ত তিনি!

Kangana Ranaut shares People come to me with problems like broken roads and broken naali

হিমাচলে নিজের লোকসভা এলাকা পরিদর্শনে কঙ্গনা। ছবি: সংগৃহীত।

অভিনেত্রী-সাংসদ বলেন, ‘‘আমি এত বছর ধরে মহিলাদের অধিকার নিয়ে লড়েছি। কিন্তু এখন কারও বাড়ির নালা ভেঙে গিয়েছে, কোথাও ভাঙা রাস্তা সারাই করতে হবে, সেই সব সমস্যা নিয়ে লোকে আমার কাছে আসছেন। কিন্তু তাঁদের বুঝতে হবে, আমি একজন সাংসদ। পঞ্চায়েত ও বিধায়কদের পর্যায়ে কাজের জন্য আমাকে বলছে। আমাকে দেখলেই ছেঁকে ধরছেন।’’ এমন সমাজসেবার কাজ করতে তিনি অভ্যস্ত নন, জানিয়ে কঙ্গনা বলেন, ‘‘আমি একেবারেই বলব না যে, রাজনীতিতে এসে খুব ভাল আছি। এটা আসলে সমাজসেবার কাজ। এমন কিছু কাজ যে, আমি আগে করে এসেছি তেমনটাও নয়।’’

রাজনীতি নিয়ে কোনও উচ্চাকাঙ্ক্ষা নেই বলেও স্পষ্ট জানিয়ে দেন কঙ্গনা। রাজনীতির জগতে উন্নতি করার মতো গুণাবলি তাঁর মধ্যে নেই বলেই মনে করেন অভিনেত্রী। তাই রাজনীতিতে এর থেকে বেশি উন্নতি করার কোনও পরিকল্পনা নেই তাঁর। প্রার্থনা করেন, ঈশ্বর যেন তাঁকে কখনও প্রধানমন্ত্রী না করে দেন!

Kangana Ranaut BJP MP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy