দুই নারী হাতে তরবারি! বলিউডে আক্ষরিক অর্থেই এই দু’জন হতে পারেন স্বরা ভাস্কর আর কঙ্গনা রানাউত। দু’জনেই ঘোষিত শত্রু। রাজনৈতিক ভাবে তো বটেই। সামাজিক অবস্থানের দিক দিয়েও। তার উপর দু’জনেই ঠোঁটকাটা। সমাজ মাধ্যমে একে অন্যের বেচাল দেখলে মুখর হন। রবিবার দুপুরে একটু মজা নিতে সেই শত্রুকেই উসকে দিয়েছিলেন কঙ্গনা রানাউত। আন্দাজ করতে পারেননি, তাঁকে তার অস্ত্রেই বধ করবেন স্বরা। অবলীলায় খলনায়িকা হিসাবে প্রতিপন্ন করবেন কঙ্গনাকে।
সমাজ মাধ্যমে রবিবার দুপুর থেকেই নেটাগরিকদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয় ‘কুইন’ খ্যাত অভিনেত্রীকে। একসময়ে একসঙ্গে কাজ করছেন স্বরা আর কঙ্গনা। ‘তনু ওয়েডস মনু’ ছবিতে সহকর্মী ছিলেন দু’জনে। কিন্তু, রবিবার স্বরাকে আক্রমণ করে কঙ্গনার একটি পোস্টকে ‘নিম্নরুচির পরিচয়’ বলে তীব্র সমালোচনা করেছেন নেটাগরিকরা।
সামাজিক মাধ্যমে প্রকাশ্যে স্বরার মান নিয়ে প্রশ্ন তোলেন কঙ্গনা রানাউত। একটি ফ্যানপোস্ট শেয়ার করে কঙ্গনা স্বরার কাছে জানতে চান ‘এরা যা বলছে, তা সত্যি নাকি স্বরা!’
পোস্টটিতে স্বরা আর কঙ্গনা দু’জনেরই ছবি রয়েছে। কঙ্গনার দিকে লেখা ‘ক্লাস’ অর্থাৎ মান। স্বরার ছবির উপরে ‘ক্রাস’ অর্থাৎ মোটা দাগের বিষয়।