কপিল শর্মা।
ছোট্ট মেয়ে এবং পরিবারের সদস্যদের নিয়ে কপিল শর্মার অনুষ্ঠান দেখতে যেতে চান। টুইটারে এমন ইচ্ছাই প্রকাশ করেছিলেন মনীশ নামে এক ব্যক্তি।
মেয়ের সঙ্গে ছবি দিয়ে টুইটারে কপিলকে উদ্দেশ্য করে লিখেছিলেন-- ‘আমার মেয়ে প্রথম বার মুম্বইয়ে বেড়াতে এসেছে। আপনার লাইভ অনুষ্ঠান দেখতে চায়। আপনার অনুষ্ঠান ওর খুব পছন্দের। আমরা ২৩ তারিখ সকালেই এখান থেকে চলে যাব। তার আগে আমার মেয়ে এবং পরিবারকে আপনার অনুষ্ঠান দেখার একটি সুযোগ দিন।’
Brother we r shooting tmrw, Pls send me your contact, someone from my team will contact you n arrange for you, thank you
— Kapil Sharma (@KapilSharmaK9) November 21, 2021https://t.co/U67ePjy2Cd
অনুরাগীর এই অনুরোধ চোখ এড়ায়নি কপিলের। উত্তরও দিয়েছেন কৌতুক অভিনেতা। লিখেছেন, ‘আমরা কাল শ্যুট করছি। আপনার ফোন নম্বর আমাকে দিন। আমার দলের কেউ আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমরা আপনার আসার ব্যবস্থা করে দেব।’
কপিলের এই পদক্ষেপে আপ্লুত তাঁর অনুরাগীরা। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কৌতুকাভিনেতাকে।