Advertisement
E-Paper

কর্ণকে কেউ চায় না

অভিনেতা হিসেবে কি তাঁকে কেউ চান না— সংশয়ে ভুগছেন ব্লকবাস্টার পরিচালক-প্রযোজক কর্ণ জোহর! তা, সংশয় তো হতেই পারে! ইতিহাসবিদ জ্ঞান প্রকাশের উপন্যাস ‘মুম্বই ফেবলস’ অবলম্বনে অনুরাগ কাশ্যপের ছবি ‘বম্বে ভেলভেট’-এ ভিলেনের ভূমিকায় অবতীর্ণ হন কর্ণ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৫ ০০:০৩

অভিনেতা হিসেবে কি তাঁকে কেউ চান না— সংশয়ে ভুগছেন ব্লকবাস্টার পরিচালক-প্রযোজক কর্ণ জোহর!

তা, সংশয় তো হতেই পারে! ইতিহাসবিদ জ্ঞান প্রকাশের উপন্যাস ‘মুম্বই ফেবলস’ অবলম্বনে অনুরাগ কাশ্যপের ছবি ‘বম্বে ভেলভেট’-এ ভিলেনের ভূমিকায় অবতীর্ণ হন কর্ণ। থ্রিলারধর্মী সেই পিরিয়ড ড্রামা বক্স অফিসে মুখ থুবড়েছে। কিন্তু তাই বলে তাঁর অভিনয়ের ব্যাপারে সবাই নীরব হয়ে যাবেন কেন, ভেবে কূল পাচ্ছেন না ৪৩ বছরের পোড় খাওয়া বলিউডবীর। আর কোনও অভিনয়ের অফার পাচ্ছেন না বলে আক্ষেপও করেছেন কর্ণ।

সত্যিই তো! এ ছবি দিয়েই কেন তাঁর অভিনয়ের বিচার হবে! ‘বম্বে ভেলভেট’ তো কর্ণের প্রথম স্ক্রিন-উপস্থিতি নয়। এর আগে ‘দিলবালে দুলহনিয়া লে যায়েঙ্গে’, ‘ওম শান্তি ওম’, ‘লাক বাই চান্স’ এবং ‘কাল হো না হো’-তে মুখ দেখিয়েছিলেন কর্ণ।

তাহলে?

উত্তরটা বরং বলিউড দিক!

Karan Johar Bombay Velvet Anurag Kashyap Gyan Prakash Mumbai Fables Dilwale Dulhania Le Jayenge' Om Shanti Om Luck By Chance Kal Ho Na Ho
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy