করিনা কপূর খানের দুই পুত্রসন্তান। এক জনের বয়স ৭, অন্য জন ৩ বছর। যদিও দুই ছেলের অভিভাবকত্বের দায়িত্ব করিনা একা নন, সইফ আলি খানও সমান ভাবে পালন করেন। যদিও ছোট ছেলে খুবই বিচ্ছু, আগেই জানিয়েছেন করিনা। তুলনায় অনেকটা শান্ত বড় ছেলে তৈমুর। স্বভাবের দিকে বাবা সইফের মতোই নাকি। কিন্তু দুই ছেলে নাকি আজকাল মাকে দেখলেই বিরক্ত হচ্ছে! যত ভালবাসা বাবার প্রতি।
করিনা জানান, আজকাল বাড়িতেই রয়েছেন তিনি। এ দিকে, সইফের হাতে কাজ। দুটো ছবির কাজ চলছে। তাই বাড়িতে সে ভাবে সময় দিতে পারছেন না। কিন্তু বাবা হিসেবে সইফের তুলনা নেই, জানিয়েছেন করিনা। তিনি জানান, মা হিসেবে তিনি খানিক কড়া। ছেলেদের টিভি দেখার সময় বেঁধে দিয়েছেন। সেই কারণেই মাকে অপছন্দ। সইফ বাড়িতে থাকলে অনেকক্ষণ টিভি দেখতে পারে। করিনার কথায়, ‘‘আমি আজকাল মাসে ১০ দিন মতো কাজ করি। বেশির ভাগ বিজ্ঞাপনের কাজ। আমার এতক্ষণ বাড়িতে থাকাটা খুব একটা পছন্দ নয়। তাই বাইরে বেরোলে ওরা সর্বক্ষণ জিজ্ঞেস করতে থাকে, মা কোথায়? এ দিকে, সইফ বাড়ি ফিরলে খুব মজা! কারণ, ওর সঙ্গে মজা করতে পারে ওরা। অনেকক্ষণ ধরে টিভি দেখতে পারে।’’