ঠিক ২০ বছর আগে মুক্তি পেয়েছিল ‘বিবি নম্বর ওয়ান’। ডেভিড ধওয়ন পরিচালিত সেই ছবিতে সলমন খান-করিশ্মা কপূরের জুটি পছন্দ করেছিলেন দর্শক। ২০ বছর পর সে ছবি নিয়ে নস্ট্যালজিক করিশ্মা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন পুরনো একটি ছবি।
ছবি শেয়ার করে সলমন এবং ডেভিডকে ট্যাগ করেছেন করিশ্মা। তিনি লিখেছেন, একটি গানের শুটিংয়ের সময় তাঁরা একটি জোকস শেয়ার করছিলেন। সে সময় তোলা হয়েছিল ওই ছবি।
ওই কমেডি ঘরানার ছবিতে সলমনের গার্লফ্রেন্ডের ভূমিকায় অভিনয় করেছিলেন সুস্মিতা সেন। তিনিও সোশ্যাল ওয়ালে সে ছবির একটি পোস্টার শেয়ার করেছিলেন ২০ বছর পূর্তির সেলিব্রেশনে। এ ছাড়াও অনিল কপূর, সইফ আলি খান, তব্বুর মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হয়েছিল এই ছবি। ১৯৯৯-এ বক্স অফিসেও ভাল রেজাল্ট করেছিল ‘বিবি নম্বর ওয়ান।’
আরও পড়ুন, বিশেষ মানুষদের সঙ্গে সময় কাটালেন আলিয়া-রণবীর, তা হলে কি…
(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)