দিন কয়েক আগেই করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূর বিয়ে করেছেন মডেল প্রিয়া সচদেবকে। এ বার সম্ভবত বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন করিশ্মাও। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে এমন জল্পনা।
আরও পড়ুন, ইনস্টাগ্রাম পোস্টে বিভ্রান্তি তৈরি করলেন সুনীল?
এ প্রসঙ্গে করিশ্মার বাবা রণধীর কপূর সাংবাদিকদের বলেন, ‘‘আমার মনে হয় লোলো (করিশ্মার ডাক নাম) খুব ভাল আছে। আমি যদিও বিয়ে নিয়ে ওর সঙ্গে কখনও আলোচনা করিনি। তবে ও যদি ফের বিয়ের প্ল্যান করে আমার আশীর্বাদ সব সময় পাবে। আমার মনে হয় না ও এখনই তেমন কোনও সিদ্ধান্ত নেবে। কারণ মা হিসেবে ও এখন দারুণ খুশি। তাই আমার মনে হয় ফের বিয়ে করার প্রয়োজন আছে বলে ও মনে করে না।’’