ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। সূত্রের খবর, মা হতে চলেছেন ক্যাটরিনা। আগামী অক্টোবর বা নভেম্বর নাগাদই নাকি প্রথম সন্তান আসতে চলেছে তারকাদম্পতির পরিবারে। এর আগেও একাধিক বার এই খবর ছড়িয়েছে। তবে এ বার ঘনিষ্ঠ সূত্রে সিলমোহর পড়ল তাতেই।
বেশ কয়েক মাস ধরেই জল্পনা, মা হতে চলেছেন ক্যাটরিনা। সম্প্রতি ঘনিষ্ঠ সূত্র সেই জল্পনা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছে, আগামী অক্টোবর বা নভেম্বর নাগাদই প্রথম সন্তান আসতে পারে ‘ভিক্যাট’-এর ঘরে। যদিও এই প্রসঙ্গে বরাবরই মুখে কুলুপ এঁটেই ছিলেন দম্পতি।
বিগত কয়েক মাস ধরে ক্যাটের অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা আরও বেড়েছে। কারণ, এখন তাঁকে প্রকাশ্যে কমই দেখা যায়। সূত্রের খবর, সন্তান জন্মের পর দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেবেন অভিনেত্রী। সন্তানের সঙ্গে থেকে তার দেখাশোনা করবেন বলেই ঠিক করেছেন, খবর সূত্রের।
সম্প্রতি, ‘ব্যাড নিউজ়’ ছবির প্রচারে ভিকিকে এই গুঞ্জন প্রসঙ্গে প্রশ্ন করা হয়। অভিনেতা বলেছিলেন, “সুখবর প্রসঙ্গে বলি, আমরা আপনাদের সঙ্গে ওই আনন্দ ভাগ করে নিতে পারলে খুবই খুশি হব। আপাতত, এমন কোনও ঘটনা ঘটেনি। আপাতত ‘ব্যাড নিউ়জ়’ উপভোগ করুন, সুখবর এলে নিশ্চয়ই ভাগ করে নেব।” ২০২১ সালের ডিসেম্বরে বিয়ে সারেন ক্যাটরিনা ও ভিকি। তাঁদের অনুরাগীরা আপাতত দম্পতির মুখ থেকে সুখবর পাওয়ার অপেক্ষায়।