Advertisement
E-Paper

নতুন বছরে অনুরাগীদের হৃদয়ে কী লিখে রাখতে বললেন ক্যাটরিনা

ছবিতে দেখা যাচ্ছে সূর্যাস্তের অস্তরাগে সমুদ্রের সামনে দাঁড়িয়ে ক্যাটরিনা। পরনে এম্ব্রয়ডারি করা প্যাস্টেল শেডের লেহঙ্গা। ঠোঁটে মুক্তো ঝরানো বহুমূল্য হাসি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২০ ১৪:২০
ক্যাটরিনা কইফ, ফাইল চিত্র।

ক্যাটরিনা কইফ, ফাইল চিত্র।

নতুন বছরের প্রথম ছবি শেয়ার করলেন ক্যাটরিনা কইফ। তারকার ছবি ইতিমধ্যেই বাজিমাত করেছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে সূর্যাস্তের অস্তরাগে সমুদ্রের সামনে দাঁড়িয়ে ক্যাটরিনা।

পরনে এম্ব্রয়ডারি করা প্যাস্টেল শেডের লেহঙ্গা। ঠোঁটে মুক্তো ঝরানো বহুমূল্য হাসি।

ছবির পাশাপাশি জনপ্রিয় হয়েছে ক্যাটরিনার দেওয়া ক্যাপশনও। সেখানে তিনি লিখেছেন, “হৃদয়ে লিখে রাখো জীবনের প্রত্যেক দিনই তোমার সেরা দিন।” এই ক্যাপশনই নেটিজেনদের মন জয় করেছে।

Write it on your heart that every day is the best day of the year 💕 #2020

A post shared by Katrina Kaif (@katrinakaif) on

এর আগে গত বছরের শেষে ক্যাটরিনা সোশ্যাল মিডিয়ায় ভক্তদের বড়দিনের শুভেচ্ছা জানান। সঙ্গে দিয়েছিলেন নিজের আসন্ন ফিল্ম ‘সূর্যবংশী’-র ছবি।

আরও পড়ুন: রণবীর নয়, জন্মদিনে দীপিকাকে সেরা চমক দিলেন এক অনুরাগী

রোহিত শেট্টির পরিচালনায় অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কইফ অভিনয় করছেন। ছবিটি মুক্তি পাবে ২৭ মার্চ। এর আগে ক্যাটরিনার মুক্তিপ্রাপ্ত শেষ ছবি ছিল সলমন খানের বিপরীতে ‘ভারত’।

Katrina Kaif Sooryavanshi Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy