পাঁচ বছর বয়সে বাবার সংস্পর্শ থেকে দূরে। তবে বড় হয়ে বাবার মতোই অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। নব্বইয়ের দশকে হিরোর চরিত্রের দেখা গিয়েছে তাঁকে। পরেও একাধিক ছবিতে কাজ করেছেন। তবে কাঙ্ক্ষিত সেই সাফল্য যেন অধরাই ছিল অক্ষয় খন্নার। কিন্তু ‘ধুরন্ধর’ ছবিতে রেহমান ডাকাতের চরিত্রের জন্য উচ্চপ্রশংসিত হচ্ছেন অক্ষয়। যদিও একসময় ঐশ্বর্যা থেকে করিশ্মা, ক্যাটরিনার মতো অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছিলেন। একসময় ক্যাটরিনা জানান, তাঁর অক্ষয়কে দেখে মনে হয়েছিল তিনি কামড়ে দিতে পারেন।
আরও পড়ুন:
২০০৮ সালে ‘রেস’ ছবিতে অক্ষয়ের সঙ্গে কাজ করেন ক্যাটরিনা। তখন সদ্য সদ্য বলিউডে নিজে পায়ের তলার মাটি শক্ত করেছেন অভিনেত্রী। এই ছবির শুটিংয়ে যখন অক্ষয় খন্নার সঙ্গে প্রথম আলাপ হয়, কম কথা বলতেন অভিনেতা। নিজের কাজ ছাড়া কারও সঙ্গে কথা বলতেন না। ক্যাটরিনা সেই সময় বলেন, ‘‘আমার মনে হত, ও আমাকে কামড়ে দেবে। কখনও কথা বলত না। পরে অবশ্য বুঝলাম মানুষটা ভীষণ ভাল। নরম মনের। আমাকে দাবা খেলা শিখিয়েছে অক্ষয়।’’
অক্ষয় বরাবরই প্রচার থেকে দূরে থাকতেই ভালবাসেন। চোখ-কান-নাক বুজে শুধু কাজ করে যাওয়া নয়, জীবনে অবসরযাপনটাও প্রয়োজন বলেই মনে করেন অক্ষয়। সেই কারণে প্রতি শনি ও রবিবার আলিবাগের বাড়িতে থাকেন। এ ছাড়াও অভিনেতা জানান, সঙ্গীহীন জীবনে তিনি যথেষ্ট ভাল আছেন।