Advertisement
০৮ ডিসেম্বর ২০২৩
Vicky Kaushal

Katrina-Vicky: জন্মদিনে দড়িতে ঝুলে ভিকির সঙ্গে অভিযানে ক্যাটরিনা, পাড়ি দিলেন ‘অসীম’-এ

অসীমের পথে পাড়ি ভিকি-ক্যাটরিনার। মলদ্বীপ সফরে তাঁদের সঙ্গী হয়েছিলেন ভাইবোনেরাও।

অসীমের পথে ‘ভি-ক্যাট’

অসীমের পথে ‘ভি-ক্যাট’

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৯ জুলাই ২০২২ ১২:১২
Share: Save:

নিভৃতে ছুটি কাটাতে প্রায়ই এদিক-সেদিক উড়ে যান ক্যাটরিনা কইফ আর ভিকি কৌশল। তবে, তাঁদের সপরিবার সফর এই প্রথম। গত সপ্তাহে পরিবার-পরিজনের মাঝে ক্যাটরিনার জন্মদিন উদ্‌যাপিত হল মলদ্বীপে।

সমুদ্রপারে দিনভর অভিযান। চুটিয়ে উপভোগ করেছেন ভিকি-ক্যাট। জঙ্গলের ভিতর দড়িতে ঝুলে এ পার-ও পার করেছেন চোরা নদী, উপত্যকা। উড়েছেন আকাশে। ডুব দিয়েছেন সমুদ্রের তলদেশেও। ফিরে এসে সেই ভিডিয়ো শেয়ার করেছেন ভিকি। ক্যাপশনে লেখা ‘অসীমের পথে’।

সেখানে ক্যাটরিনাকে দেখে মনে হচ্ছিল কিছুটা উদ্বিগ্ন, ভীত। তবে ভিকি সামনে এসে হাত নাড়লেন হাসিমুখে। ক্যামেরার দিকে স্যালুট করে দড়ির সফর শুরু করেন। ভিকির ভাই সানি কৌশল, শর্বরী ওয়াঘ, ক্যাটরিনার বোন ইসাবেল কইফ এবং মিনি মাথুরকেও দেখা গিয়েছে সঙ্গে।

অভিযানে-অভিযানেই কেটে গেল ক্যাটরিনার ৩৯তম জন্মদিন। তার পর আবার সকলেই কাজের জগতে।

আগামীতে হরর-কমেডি ‘ফোন বুথ’-এ দেখা যাবে ক্যাটরিনাকে। সঙ্গে ঈশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদী। গুরমিত সিংহ পরিচালিত ছবিটি ৪ নভেম্বর মুক্তি পাবে।

অন্য দিকে ভিকিকে ফিল্ড মার্শাল স্যাম মানেকশর জীবন-নির্ভর ছবি ‘স্যাম বাহাদুর’-এ দেখা যাবে। আরও একগুচ্ছ কাজ তাঁর ঝুলিতেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE