২০১৬ থেকে ২০২১। টানা ৫ বছরের প্রতীক্ষা। অবশেষে অপেক্ষার অবসান। সদ্য মুখোমুখি বসেছিলেন ‘ধূমকেতু’ ছবির প্রযোজক রানা সরকার এবং মুখ্য অভিনেতা দেব। অনুঘটক এসভিএফ-এর সহ প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি।
আলোচনায় কী ঠিক হল? উত্তর মিলেছে বৈঠকের রাতেই। সোশ্যাল মিডিয়ায় টুইট করে রানা জানিয়েছেন, ‘ফলাফল ইতিবাচক। দেব আন্তরিক ভাবেই চাইছেন, এ বার মুক্তি পাক কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবিটি। পুরোটাই সম্ভব হয়েছে মহেন্দ্র সোনির জন্যে। আশা, খুব শিগগিরিই দর্শকদের ভাল খবর জানাতে পারব।’
ছবিতে দেব-শুভশ্রীর রসায়ন তো আছেই। পাশাপাশি ক্যামেরাবন্দি হয়েছে নায়কের নানা বয়স। ২০১৬-য় শ্যুটিংয়ের সময় ভাইরাল হয়েছিল দেবের একটি লুক। বয়স্ক মুখ্য অভিনেতা। দীর্ঘ ক্ষণের প্রস্থেটিক মেকআপের ম্যাজিকে ওই ‘লুক’ তৈরি হয়েছে অভিনেতার। আনন্দবাজার ডিজিটাল যোগাযোগ করলে রানা কথাই শুরু করলেন এই কথা দিয়ে।