যাঁরা ধারাবাহিক ‘গীতা এলএলবি’র ‘ম্যাহেক’কে দেখেছেন, তাঁরা চমকে গিয়েছেন। স্নেহাশিস চক্রবর্তীর নতুন ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’র নায়িকা এ বার তিনি, অর্থাৎ কৌশিকী পাল। ধারাবাহিকে তিনি দ্বাদশ শ্রেণির ছাত্রী। প্রচার-ঝলকে ধরা দিয়েছেন, বৃষ্টিভেজা রোমান্টিক মেজাজে।
‘ম্যাহেক’-এর থেকে ‘জুঁই’ কি অনেক আলাদা? কিংবা বাস্তবের কৌশিকীর থেকে? স্নেহাশিসের নতুন ধারাবাহিকের নায়িকাকে প্রশ্ন করেছিল আনন্দবাজার ডট কম। তাঁর মতে, “কৌশিকী আর জুঁই বাস্তবে অনেকটাই আলাদা। পর্দায় আমি ধনী পরিবারের মেয়ে। ছটফটে, চনমনে, একটু জেদি, দুরন্ত। কৌশিকী তো গত বছর স্নাতক হয়েছে। তাই সে অনেকটাই পরিণত। কম কথা বলে।” দুই ধারাবাহিকের চরিত্রের মধ্যেও ফারাক রয়েছে। “‘ম্যাহেক’ আমার মতোই অনেকটা শান্ত। প্রয়োজনে সে রুদ্রমূর্তি ধরতেও পিছপা হয় না।”
নিজের সঙ্গে চরিত্রের অনেকটা ফারাক বলেই স্নেহাশিসের ডাকে সাড়া দিতে একটুও দেরি করেননি। কৌশিকী জানেন, তিনি যা নন, সেটা তুলে ধরাতেই বেশি আনন্দ তাঁর।
অনেক বছর পরে আদ্যন্ত প্রেমের ধারাবাহিক নিয়ে ফিরছেন স্নেহাশিস। দুই স্কুলপড়ুয়ার প্রেম ‘বেশ করেছি প্রেম করেছি’র বিষয়। এ দিকে এই প্রজন্ম নাকি প্রেম, সম্পর্কে বিশ্বাসী নয়! কৌশিকী কোন দলে? প্রশ্ন শুনে একটু কি থমকেছেন? নায়িকা মৃদু কণ্ঠে জবাব দিয়েছেন, “আমি এই প্রজন্মের হয়েও যেন পুরোপুরি নই! ‘বেঞ্চিং’, ‘ব্রেড ক্রাম্বিং’ শব্দগুলোর মানেও জানি না। বরং যখন-তখন প্রেমে পড়ায় বিশ্বাসী।”
প্রেমের কোনও বয়স নেই— এটাও মানেন তিনি। কৌশিকীরও কি স্কুলজীবনে প্রেম এসেছিল? লাজুক কণ্ঠে অকপট স্বীকারোক্তি তাঁর, “এসেছিল। ছবির প্রচার-ঝলক শুটিং করতে করতে সে সব দিন চোখের সামনে ভিড় করেছিল। সেই স্মৃতি মনে করে শট দিয়েছি। অভিনয়ে ফেলে আসা অনুভূতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি।” তার পরেই ফিরেছেন বাস্তবে। বলেছেন, “এখন কিন্তু আমি প্রেমে নেই!”
ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’তে কৌশিকী পাল। ছবি: সংগৃহীত।
নতুন ধারাবাহিকের নায়ক রাজদীপ গোস্বামী। প্রেমের দৃশ্যে অভিনয় করতে গিয়ে ‘বন্ধুত্ব’ হল? অল্প হেসে কৌশিকী জবাব দিলেন, “আমার হাতেগোনা বন্ধু। ফলে, বন্ধু পাতাতে ভালবাসি। আশা করি, রাজদীপের সঙ্গেও বন্ধুত্ব হয়ে যাবে।” একটু ভেবে যোগ করেছেন, কাজ করতে গেলে মতের পার্থক্য হবেই। তাকে ধরে রেখে এগোতে চান না তিনি।