মার্ভেল গোষ্ঠীর মতো সুপার হিরো ফ্র্যাঞ্চাইজি গড়তে চলেছে দক্ষিণী ছবির দুনিয়া। এক ছবির অতিমানব ঝাঁপিয়ে পড়বে অন্য ছবিতে 'ত্রাতা' হয়ে। সম্প্রতি 'কেজিএফ-২'-এর বিপুল সাফল্য রীতিমত নজির সৃষ্টি করেছে। সেই দিকে তাকিয়েই পরবর্তী পদক্ষেপ করতে চলেছেন প্রযোজক বিজয় কিরাগান্দুর। তিনি জানিয়েছেন, 'কেজিএফ'-এর পালা এখানেই সাঙ্গ নয়। পরে পর্বের কাজ শুরু হয়ে গিয়েছে। চলতি বছর অক্টোবরের পরই শ্যুটিং শুরু হবে 'কেজিএফ-৩'-এর।
গত ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে 'কেজিএফ-২'। সমালোচকদের পাশাপাশি দর্শকদের কাছ থেকেও অভূতপূর্ব প্রশংসা অর্জন করেছে এই ছবি, যাতে যশকে প্রধান ভূমিকায় দেখা গেছে এবং এ ছাড়াও সঞ্জয় দত্ত, প্রকাশ রাজ, রবিনা ট্যান্ডন, শ্রীনিধি শেঠি এবং মালবিকা অবিনাশও যে যাঁর ভূমিকায় জমিয়ে অভিনয় করেছেন। তার পরিণাম এই চূড়ান্ত সাফল্য!
মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছিল প্রশান্ত নীলের ছবিটি। গত সপ্তাহেই 'কেজিএফ-২'-এর হিন্দি সংস্করণ বক্স অফিসে ৪০০ কোটি টাকার ব্যবসা করেছে। অন্যান্য ভাষা মিলিয়ে এই চলচ্চিত্রের সামগ্রিক সংগ্রহ ৯০০ কোটি পার হয়েছে। সব মিলিয়ে ব্য়বসার অঙ্ক ১১৭০ কোটি ছাড়িয়েছে, যা রীতিমত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে গোটা দেশে।