Advertisement
০৯ ফেব্রুয়ারি ২০২৫
Khushi Kapoor

‘মা ও দিদির সঙ্গে কোনও মিল নেই, মুখে শুধুই অস্ত্রোপচার’! কটাক্ষের কী জবাব দিলেন খুশি?

খুশি জানান, বার বার তাঁকে তাঁর মা শ্রীদেবী ও দিদি জাহ্নবীর সঙ্গে তুলনা করা হয়েছে। চোখে আঙুল দিয়ে তাঁকে বোঝানো হয়েছে, মা ও দিদির মতো সৌন্দর্য তাঁর মধ্যে নেই।

Khushi Kapoor revealed that she has been criticized for her look since her childhood

কটাক্ষের জবাবে কী বললেন খুশি কপূর? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৫
Share: Save:

অভিনয়ের সফর শুরু করেছেন শ্রীদেবীর কনিষ্ঠ কন্যা খুশি কপূর। ছবির নানা ঝলক সমাজমাধ্যমে ঘুর বেড়াচ্ছে। আর তার পর থেকেই নবাগতা অভিনেত্রীর দিকে ধেয়ে আসছে একের পর এক কটাক্ষ। কখনও তাঁর অভিনয়ের সমালোচনা হচ্ছে। কখনও আবার চেহারার জন্য একের পর এক তির্যক মন্তব্যের শিকার হচ্ছেন তিনি। তবে এই প্রথম নয়। ছোটবেলা থেকেই নানা কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে। সাক্ষাৎকারে জানিয়েছেন খুশি।

খুশি জানান, বার বার মা শ্রীদেবী ও দিদি জাহ্নবীর সঙ্গে তাঁর তুলনা করা হয়েছে। চোখে আঙুল দিয়ে বোঝানো হয়েছে, মা ও দিদির মতো সৌন্দর্য তাঁর মধ্যে নেই। খুশি বলেছেন, “আমি যখন ছোট ছিলাম, আমার চেহারা নিয়ে খুব তাচ্ছিল্য করা হত। বলা হত, আমি আমার মা বা দিদির মতো দেখতে হইনি। ছোটবেলায় এই ধরনের মন্তব্যে শিশুর আত্মসম্মানের উপর প্রভাব পড়ে।”

মুখে অসংখ্য অস্ত্রোপচার করেছেন খুশি। এমনই দাবি উঠেছে বার বার। চোখ, নাক, ঠোঁট, গাল সবই নাকি অস্ত্রোপচার করা অভিনেত্রীর। নিন্দকদের দাবি নিয়ে খুশি জানিয়েছেন, তিনি শয়ে শয়ে অস্ত্রোপচার করেননি। নিজের মুখে যেটুকু বদল এনেছেন, সেটুকুকে আত্ম-পরিচর্যা বলেই মনে করেন। অভিনেত্রীর কথায়, “আমি বলতে চাই না, লোকের কী করা উচিত, বা কী করা উচিত নয়। লোকে যেমন বলে, আমি একশোটা অস্ত্রোপচার করেছি। তেমন কিন্তু নয়। ত্বকের যত্ন নেওয়া বা ফিলার্স ব্যবহার করার জন্য কাউকে এই ভাবে সমালোচনা করা উচিত নয়।”

খুশি জানান, ছোটবেলায় বা ফিলার্স ব্যবহার করার আগেও নানা কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে। ফিলার্স ব্যবহারের পরেও কোনও পরিবর্তন হয়নি। চেহারা নিয়ে এখনও তাঁকে কুমন্তব্য শুনতে হয়। ৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে খুশির প্রথম ছবি ‘লভইয়াপ্পা’। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন আমির খানের ছেলে জুনেইদ খান।

অন্য বিষয়গুলি:

Khushi Kapoor Sridevi Janhvi Kapoor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy