এক ফ্রেমে কিয়ারা এবং সিদ্ধার্থ। ছবি: সংগৃহীত
কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মলহোত্র কি সম্পর্কে রয়েছেন? বলিউডে মাঝেমাঝেই সে গল্প কানে আসে। কেউ বলেন গুজব, আবার কেউ বলেন, তাঁরা সত্যিই প্রেম করছেন। সত্যিটা কি তা যাচাই করেননি ‘আনন্দবাজার অনলাইন’। কিন্তু পর্দায় যে তাঁদের একসঙ্গে ফের দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, সে খবর পাকা।
এর আগে তাঁদের দেখা গিয়েছিল ক্যাপ্টেন বিক্রম বত্রার বায়োপিকে ‘শেরশাহ’তে। এ বার তাঁরা জুটি বাঁধবেন ‘অদল বদল’ নামে এক রোমান্টিক কমেডিতে। এখনও গল্প খোলসা করেনননি ছবির নির্মাতারা। তবে এটুকু জানা গিয়েছে, ছবিতে থাকবে প্রচুর স্পেশ্যাল এফেক্টস। কিয়ারা এবং সিদ্ধার্থের চরিত্রের আত্মা গল্পে অদল বদল হয়ে যাবে। হলিউডে এমন গল্প নিয়ে বহু বার রম-কম হয়েছে। তেমনই কোনও ছবির অনুকরণে এই ছবি তৈরি কি না, তা সময়ই বলবে। আপাতত সিদ্ধার্থ মলহোত্র ব্যস্ত রোহিত শেট্টি পরিচালিত ‘ইন্ডিয়ান পুলিস ফোর্স’ ছবির শ্যুটিংয়ে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy