মিষ্টি বরফির নাকি ভাব জমেছে গোয়েন্দার সঙ্গে। প্রতীকী ছবি।
বৃষ্টির মরসুমে টলিপাড়ায় প্রেম প্রেম গন্ধ। মনের হদিশ রাখা কি এত সহজ? দু’জনেই যদিও ব্যস্ত যে যার নিজের ধারাবাহিক নিয়ে। অভিনেতার ধারাবাহিক অবশ্য শেষের পথে। অন্য দিকে নায়িকা এখন তাঁর ‘সহচরী’-তে মজে।
গোয়ান্দা সেজে প্রথমেই দর্শক মনে বেশ জায়গা করে নিয়েছিলেন অভিনেতা। অন্য দিকে কিছু দিন আগেই মুক্তি পেয়েছে অভিনেত্রীর এক ছবি। শেষ থেকে শুরু সব ছবিতেই তাঁকে দেখা গিয়েছে। পর্দায় তাঁর উপস্থিতি অবশ্য দর্শকের কাছে মিষ্টি ‘বরফি’র মতো। এই মিষ্টি বরফির নাকি ভাব জমেছে গোয়েন্দার সঙ্গে।
গোয়েন্দা যদিও অনেক দিন হল নিজের রূপ বদলেছেন। শোনা যাচ্ছে, মাঝেমধ্যেই একে অপরের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে তাঁদের। ছবির প্রদর্শনী অনুষ্ঠানে এসে অভিনেতা-অভিনেত্রীদের ভাল লাগা অনেকটাই প্রকাশ্যে এসেছে। তবে এঁরা পুরো ‘স্পিকটি নট’। নিন্দকরা বলছেন ‘সহচরী’ নয় নতুন ‘সহচর’-এ মন দিয়েছেন পর্দার এই মিষ্টি বরফির মতো নায়িকা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy