Advertisement
E-Paper

নিজের কিংবা সিদ্ধার্থের ছায়া নয়, মেয়ে হবে করিনার হুবহু রূপ, কেন এমন ইচ্ছে কিয়ারার?

১৫ জুলাই সিড-কিয়ারার কন্যা আগমনের খবর মেলে। বুধবার মা ও মেয়ের স্বাস্থ্য খবর দেন সিদ্ধার্থ। সঙ্গে জানান, তাঁদের জীবন চিরতরে বদলে গিয়েছে। এ বার জানা গেল কিয়ারার ইচ্ছের কথা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৬:৫১
Kiara Advani Wanted her daughter to be like Kareena Kapoor khan

সিদ্ধার্থ নয় কেন করিনার মতো মেয়ে চেয়েছেন কিয়ারা? ছবি: সংগৃহীত।

১৫ জুলাই কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্র। অভিনেতা নাকি আগে ভাগেই জানতেন ঘরে আসতে চলেছে কন্যাসন্তান! কারণ সিদ্ধার্থের মায়ের নাকি বড় সাধ ছিল একটি নাতনির। সেই ইচ্ছেপূরণ হয়েছে।

তবে তাঁর কন্যাসন্তান বড় হয়ে তাঁর কিংবা সিদ্ধার্থের মতো হোক চান না কিয়ারা। অভিনেত্রীর ইচ্ছে মেয়ের মধ্যে থাকুক করিনা কপূরের গুণাবলী।

করিনাকে অসম্ভব পছন্দ করেন কিয়ারা। বিভিন্ন সাক্ষাৎকারে করিনার প্রতি তাঁর মুগ্ধতার কথা জানিয়েছেন। বেশ কয়েক বছর আগে করিনার সঙ্গে ‘গু়ড নিউজ়’ ছবিটি করেছিলেন তিনি। সেই সময় এক সাক্ষাৎকারে কিয়ারাকে প্রশ্ন করা হয়, যদি তাঁর যমজ সন্তান হয় তার মাধ্যে একটি কন্যা ও একটি পুত্র নাকি, একই লিঙ্গের সন্তান চান? সেই প্রশ্নের উত্তরে প্রথমে কিয়ারা জানান, যমজ সন্তান হলে দু’টি সুস্থ শিশু আশা করেন তিনি। সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন করিনাও। উত্তর শুনে করিনা খোঁচা দেন কিয়ারাকে। করিনার মতে, এই উত্তরটা আসলে সৌন্দর্য প্রতিযোগিতার আসরে যোগদানকারীদের মতো শোনালো। তখন কিয়ারা জানান, তিনি একটি কন্যা ও একটি পুত্র চান।

এর পরেই কিয়ারা জানান, কন্যাসন্তান হলে তার মধ্যে করিনার বিশেষ কিছু গুণ দেখতে চান তিনি। কিয়ারা বলেছিলেন, “ওঁর (করিনা) আত্মবিশ্বাস, ওঁর অভিব্যক্তি, ওর ব্যক্তিত্ব— সব গুণই আমার কন্যার মধ্যে চাইব। করিনা সব দিক থেকে দারুন।” শুটিং-এর সময়ে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছিলেন কিয়ারা।

Sidharth Malhotra Kiara Advani Baby girl Kareena Kapoor Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy