Advertisement
E-Paper

চপ্পলের নিজস্বী নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে বিগ বি

বাচ্চাদের এই অকৃত্রিম সরলতায় নেটিজেনদের পাশাপাশি মুগ্ধ হয়েছেন বলিউডের অভিনেতা অভিনেত্রীরাও।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:০৬
এই ছবি নিয়েই আলোচনায় মেতেছেন বলিউড তারকারা। ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।

এই ছবি নিয়েই আলোচনায় মেতেছেন বলিউড তারকারা। ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।

গ্রামের কাঁচা রাস্তা। তার এক পাশে দাঁড়িয়ে রয়েছে পাঁচজন খুদে ছেলে মেয়ে। নিতান্তই সাদামাটা পোশাক। চুল উস্কোখুস্কো। পাঁচ জনের মধ্যে এক জনের পায়ে চপ্পল। বাকিরা খালি পায়ে। ওই একজনের এক পাটি চপ্পল নিয়ে ‘নিজস্বী’ তোলার ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে অন্য একজন। বাকিরা তার পেছনে। তবে প্রত্যেকের মুখেই ভেসে উঠছে অনাবিল হাসি।

চপ্পল দিয়ে নিজস্বী তোলার এই ছবি ব্যাপক হারে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। #পিকচারঅফদ্যডে ও #ইনোসেন্স এই দুটি হ্যাশট্যাগও ব্যবহার হয়েছে এই ছবির সঙ্গে।

বাচ্চাদের এই অকৃত্রিম সরলতায় নেটিজেনদের পাশাপাশি মুগ্ধ হয়েছেন বলিউডের অভিনেতা অভিনেত্রীরাও। অনুপম খের, বোমান ইরানি, সুনীল শেট্টির মতো অভিনেতারা জীবনে খুশি থাকার পিছনে এই সরলতার প্রশংসা করে শেয়ার করেছেন ছবিটি।

“You’re only as happy as you choose to be”. A saying that holds true for one and all!! And I’m sure this selfie deserves more likes than most. . #PictureOfTheDay #Happy #Selfie #Kids #InstaGood #InstaPic

A post shared by Boman Irani (@boman_irani) on

কিন্তু ছবিটি নিয়ে অমিতাভ বচ্চনের কমেন্ট নিয়ে ছড়িয়েছে বিতর্ক। ছবিটি দেখে বচ্চনের মনে হয়েছে এটি ফটোশপ করা। খুদেদের আকার থেকে চপ্পলের আকার ভিন্ন ঠেকেছে বিগ-বির চোখে!

এই মন্তব্য করার পরই নেটিজেনদের সমালোচনায় বিদ্ধ হয়েছেন বলিউডের শাহেনশা। কারণ ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে। পাঁচজনের মধ্যে চারজনেরই খালি পা। যে একজন চপ্পল পরেছিল, তারই একপাটি চপ্পল নিয়ে মোবাইলের নিজস্বীর শখ মেটাচ্ছেন খুদেরা।

আরও পড়ুন: ঐশ্বর্যা-অভিষেক আর প্রেমের সম্পর্কে রাজি নন!

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদেরবিনোদনবিভাগে।)

Selfie Chappal Selfie Children
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy