Advertisement
E-Paper

মৃত্যুর খাঁড়া নিয়ে শুটিং করে ১২০ কোটি! ‘সিকন্দর’-এর জন্য কত পারিশ্রমিক নিলেন সলমন-রশ্মিকা?

মাথায় মৃত্যুর খাঁড়া নিয়ে এই ছবির শুটিং করেছেন সলমন। একের পর এক খুনের হুমকি এসেছে লরেন্স বিশ্নোইয়ের তরফ থেকে। তবুও জোরকদমে শুটিংয়ের কাজ চালিয়ে গিয়েছেন সলমন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১৫:২৯
Know how much Salman Khan and Rashmika Mandanna earned for Sikandar

‘সিকন্দর’-এর জন্য কত পারিশ্রমিক পেলেন সলমন ও রশ্মিকা? ছবি: সংগৃহীত।

বহু দিন ধরে আলোচনার কেন্দ্রে সলমন খানের আসন্ন ছবি ‘সিকন্দর’। ছবির ঝলক ইতিমধ্যেই সাড়া ফেলেছে সিনেমহলে। ছবির একটি গানে সলমনের সঙ্গে রশ্মিকা মন্দানার রসায়ন নিয়েও আলোচনা তুঙ্গে। সলমনের ছবি মানেই দর্শকের উন্মাদনা। ভাইজানকে শেষ দেখা গিয়েছিল ২০২৩-এ ‘টাইগার ৩’ ছবিতে। তার দীর্ঘ দিন পরে ‘সিকন্দর’ ছবিতে তাঁর দেখা মিলবে। তাই এই ছবিতে নাকি তিনি পারিশ্রমিকও নিয়েছেন আকাশছোঁয়া।

মাথায় মৃত্যুর খাঁড়া নিয়ে এই ছবির শুটিং করেছেন সলমন। একের পর এক খুনের হুমকি এসেছে লরেন্স বিশ্নোইয়ের তরফ থেকে। কিন্তু সলমন কোনও ভাবেই থামিয়ে রাখেননি ছবির শুটিং। নিজের সুরক্ষাকে বাজি রেখেই ছবির কাজ চালিয়ে গিয়েছেন। আবার ছবির লড়াইয়ের দৃশ্যের শুটিং করতে গিয়ে পাঁজরে চোটও পেয়েছিলেন তিনি। এত কিছুর জন্য বড় অঙ্কের পারিশ্রমিকও পাচ্ছেন তিনি। প্রথম থেকেই শোনা যাচ্ছিল, ১০০ কোটিরও বেশি পারিশ্রমিক পাচ্ছেন তিনি। সম্প্রতি এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, এই ছবির জন্য মোট ১২০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন সলমন।

এই ছবিতে রয়েছে একাধিক লড়াইয়ের দৃশ্য। তার জন্য নাকি শরীরচর্চার মাধ্যমে চেহারাতেও অনেক বদল আনতে হয়েছে সলমনকে। নায়িকার চরিত্রে অভিনয় করে রশ্মিকা নাকি ৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। বর্তমানে সময় ভাল যাচ্ছে রশ্মিকার। তাঁর শেষ দুটি ছবি ‘পুষ্পা ২’ ও ‘ছাওয়া’-ও বক্স অফিসে আলোড়ন ফেলেছে। ‘সিকন্দর’-এ বিশেষ চরিত্রে রয়েছেন কাজল আগরওয়ালও। জানা গিয়েছে, এই ছবির জন্য তিনি পাচ্ছেন ৩ কোটি টাকা।

শরমন জোশী এই ছবিতে অভিনয় করে ৭৫ লক্ষ টাকা পেয়েছেন বলে জানা গিয়েছে। একটি স্বল্প দৈর্ঘ্যের চরিত্রের জন্য প্রতীক বব্বর পেয়েছেন ৬০ লক্ষ টাকা। ‘বাহুবলী’ ছবির ‘কাটাপ্পা’, অর্থাৎ সত্যরাজও রয়েছেন এই ছবিতে। তিনি নাকি ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন। ইদে মুক্তি পাবে ‘সিকন্দর’।

Salman Khan Sikandar Rashmika Mandanna
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy