Advertisement
E-Paper

‘ভুলতে এক যুগ লেগে গিয়েছে’, কান্নায় ভেঙে পড়েন কঙ্কনা! কার কথা আজও মনে পড়ে তাঁর?

নতুন গানের কথাতেই রয়েছে, ভুলতে এক যুগ কেটে গেল। বাস্তবেও তাই হয়েছে কঙ্কনার।v

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৯:৩৭
Konkona Sensharma

কার কথা ভেবে কেঁদেছিলেন কঙ্কনা? ছবি: সংগৃহীত।

সাড়া ফেলেছে ‘মেট্রো ইন দিনো’ ছবির গান ‘জ়মানা লাগে’। ২০০৭ সালে ‘লাইফ ইন এ মেট্রো’ ছবি আজও স্মৃতিতে রয়ে গিয়েছে চলচ্চিত্র রসিকদের। তাই নতুন ছবির ঝলক প্রকাশ্যে আসতেই স্মৃতি রোমন্থন শুরু হয়েছে তাঁদের। নতুন ছবিতে বদল এসেছে বিস্তর। তার মধ্যে সবচেয়ে বড় বদল হল ইরফান খানের অনুপস্থিতিতে। কঙ্কনা সেনশর্মার সঙ্গে ইরফানের অম্লমধুর রসায়ন সেই ছবির অন্যতম আকর্ষণ ছিল। তাই ‘মেট্রো ইন দিনো’র শুটিং করতে গিয়ে ইরফানের স্মৃতিতে ডুব দিয়েছিলেন স্বয়ং কঙ্কনা। এমনকি ইরফানের কথা ভেবে চোখও ভিজেছে একাধিক বার।

ছবির প্রচার সংক্রান্ত এক অনুষ্ঠানে কঙ্কনা বলেন, “এমন বহু বার হয়েছে, শুটিংয়ের সময়ে ওঁর (ইরফান) কথা বার বার মনে পড়েছে।” নতুন গানের কথাতেই রয়েছে, ভুলতে এক যুগ কেটে গেল। বাস্তবেও তাই হয়েছে। জানান অভিনেত্রী। তাঁর কথায়, “আমি সবটা বলতে চাই না। ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, ঠিক কোন কোন জায়গায় ওঁর কথা মনে পড়েছে।”

এর পরেই ছবির পরিচালক জানান, কী ভাবে ভেঙে পড়েছিলেন কঙ্কনা। তিনি বলেন, “ছবির শুটিং চলাকালীন বার বার ওঁর কথা আমাদের মনে পড়েছে। একটা দৃশ্যের শুটিং চলাকালীন কঙ্কনা হঠাৎ আমার দিকে তাকায় এবং কাঁদতে শুরু করে। যা-ই হোক, এটা নিয়ে আর বলতে চাই না।”

ইরফানের সঙ্গে গায়ক কেকে-কেও মনে পড়েছে সবার। জানান অনুরাগ বসু। ‘লাইফ ইন এ মেট্রো’-তে গান গেয়েছিলেন তিনি। অনুরাগ বলেন, “কেকে-র কথাও আমাদের মনে পড়েছে। অনেকেই রয়েছেন, যাঁদের কথা এই ছবির শুটিংয়ের সময়ে আমাদের মনে পড়েছে।”

Konkona Sen Sharma Anurag Basu Irrfan Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy