পুজোর আর ক’দিন? দিন গুনছে সব বয়স। দিন গুনছেন কৌশানী মুখোপাধ্যায়ও! এ বছর নায়িকার পুজো জমজমাট। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পুজোর ছবি ‘রক্তবীজ ২’-তে তিনি আছেন। খবর, কৌশানীকে দেখা যাবে বিশেষ চরিত্রে।
আরও খবর, নায়িকা এ বছর গোটা পুজো একা কাটাবেন! কেন এমন সিদ্ধান্ত নিলেন নায়িকা?
জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল। নায়িকা রহস্য ভাঙতে রাজি নন। জানিয়েছেন, বড় কিছু ঘটতে চলেছে।
ক্যাপশন: গান রেকর্ডিংয়ে অঙ্কিতা ভট্টাচাৰ্য। ছবি: সংগৃহীত।
তাঁর বদলে কথা বলেছেন প্রযোজক সানি খান। তিনি বলেছেন, “অনুপ সাহার সঙ্গে পুজোর গান আনতে চলেছি। নাম ‘সিঙ্গল লাইফ’। কার্যনির্বাহী পরিচালক অংশুমান প্রত্যুষ।পরিচালনায় কর্ণ আরিয়ান। কার্যনির্বাহী প্রযোজক সাহেব হালদার। কুন্তল দে-র সুরে গেয়েছেন অঙ্কিতা ভট্টাচার্য। এই নাচের গানের মূল আকর্ষণ কৌশানী।”
আরও পড়ুন:
গানের রেকর্ডিং হয়ে গিয়ে। শুট হবে ২০ অগস্ট। চিরন্তনী লাল পাড় সাদা শাড়ি নয়, নায়িকা সাজবেন দক্ষিণী সাজে। গানের সুর, ছন্দও সেই ভাবনাকে মাথায় রেখে তৈরি।