‘ক্লিন শেভন’ ক্রুশল আহুজায় টলিউড ‘ক্লিন বোল্ড’! এত দিনের সাধের দাড়ি বুধবার কামিয়ে ফেলতেই প্রথমে হকচকিয়ে গিয়েছিলেন অনুরাগীরা। তার পরেই উচ্ছ্বসিত সবাই, নয়া অবতারেও সেরা দেখাচ্ছে তাঁদের প্রিয় নায়ককে। আনন্দের তখনও বাকি। ক্রুশলের নয়া ‘লুক’-এর নেপথ্যে বড় কারণ। ছোট পর্দায় নিজেকে প্রমাণ করার পরে এ বার তিনি বড় পর্দার নায়ক। বিপরীতে জোড়া নায়িকা, শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর দিতিপ্রিয়া রায়!
সবিস্তার জানতে আন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল ‘রিস্তো কা মাঞ্ঝা’র নায়ক ‘অর্জুন’-এর সঙ্গে। আনন্দে ক্রুশল মেঘমুলুকে। খুশি গলায় জানালেন, রবিন নাম্বিয়ার প্রথম ছবির নায়ক তিনি। প্রযোজনায় এসকে মুভিজ। ‘‘আমি আর পরিচালক এক সঙ্গে প্রথম বড় পর্দায় পা রাখতে চলেছি। অন্য স্বাদের গল্প। যেখানে চিত্রনাট্য মেনে আমার বিপরীতে শ্রাবন্তী এবং দিতিপ্রিয়া থাকবেন। আমাদের তিন জনকে নিয়েই গল্প। কিন্তু তথাকথিত ত্রিকোণ প্রেম নেই’’, বক্তব্য ক্রুশলের। ছবির খাতিরেই তিন বছর পরে দাড়ি কামিয়েছেন তিনি। এই তিন অভিনেতা ছাড়াও ছবিতে থাকছেন সুদীপ্তা চক্রবর্তী।