১৯৯৯ সালে জোধপুরে একটি ছবির শুটিং করতে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সলমন খানের নামে। দীর্ঘ দিন আইনি জটিলতার মধ্যে দিয়ে যেতে হয় অভিনেতাকে। এ বার তিন ধরনের বিরল বন্যপ্রাণী খেয়ে ফেললেন ‘লাপতা লেডিস’ খ্যাত অভিনেত্রী ছায়া কদম। মারাঠি এই অভিনেত্রীর সিনেমা ‘অল ইউ ইমাজিন অ্যাজ় লাইট’ কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে সম্মানিত হয়েছেন। তিনি নাকি নিজেই স্বীকার করেছেন তিনি ইগুয়ানা, কচ্ছপ ও হরিণের মাংস খেয়েছেন। ইতিমধ্যেই বন দফতরের তরফে আইনি নোটিস গিয়েছে ছায়ার কাছে।
এমনিতেই ভারতে এই তিন প্রাণী হত্যা নিষিদ্ধ। অভিনেত্রী কী ভাবে এই তিন বিরল প্রাণীর মাংস পেলেন তাঁর খোঁজ চালানো হচ্ছে। জানা গিয়েছে, ঠাণে এলাকা থেকে এই মাংস খেয়েছেন অভিনেত্রী। মনে করা হচ্ছে, এর সঙ্গে জড়িয়ে রয়েছে চোরাশিকারিরা।
ইতিমধ্যেই তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে। এই ঘটনার তদন্তকারী আধিকারিক রাকেশ ভোর জানিয়েছেন, ছায়া কদম শহরে নেই। ছবির শুটিংয়ের কাজে চার দিনের জন্য বাইরে আছেন। তিনি জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য সহযোগিতা করবেন। এরই পাশাপাশি আইনি সুরক্ষার ব্যবস্থাও করছেন তিনি। সবে কর্মজীবনে সাফল্যের মুখ দেখতে শুরু করেছিলেন অভিনেত্রী। ‘অল ইউ ইমাজিন অ্যাজ় লাইট’ এবং ‘লাপতা লেডিজ়’— দু’টি ছবিই প্রশংসিত। এর মধ্যে তবে কি কোনও বিপদের মুখে পড়বেন অভিনেত্রী?