পাল্টা রসিকতা ললিতের
খোরাকের বিষয় হতে কেমন লাগে, সে স্বাদ এ বার জনসাধারণকে বুঝিয়ে দিতে চাইলেন প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদী। গত ১৪ জুলাই। প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে ললিত তাঁর সম্পর্কের কথা ঘোষণা করতেই হইহই পড়ে গিয়েছে গোটা দেশে। সব খবর বাদ দিয়ে জনগণ ঝুঁকে পড়েছেন ললিত-সুস্মিতাতে।
কী ভাবে হল, কেন হল, ঠিক হল কি না— এ ধরনের চুলচেরা বিশ্লেষণে ক্লান্ত বোধ করছেন ললিত। তাই এ বার নিলেন পাল্টা পথ। মঙ্গলবার জনগণের প্রতিক্রিয়া নিয়ে একটা কার্টুন বানিয়ে পোস্ট করলেন তিনি। কী আছে সেই কার্টুনে?
দেখা যায়, এক ব্যক্তি সোফায় ঘুমাচ্ছেন। আর এক ব্যক্তি পাশে বসে খবরের কাগজ পড়ছেন। পড়ছেন জোরেই। কখনও দেশের মুদ্রাস্ফীতির খবর। গ্যাস সিলিন্ডারের দাম ১০৫৩...ডলারের দাম বেড়ে ৮০ টাকার বেশি... চলতে চলতে হঠাৎ পড়লেন, ললিত-সুস্মিতা প্রেম করছেন! অমনি লাফিয়ে জেগে উঠলেন পাশের ব্যক্তি। চিৎকার করে বললেন, ‘‘কী?! কী ভাবে সম্ভব?’’
ললিত আর সুস্মিতার সম্পর্কের কথায় এ ভাবেই চমকে উঠেছিল দেশ। মুদ্রাস্ফীতি বা মূল্যবৃদ্ধির খবর অতটা যেন দাগ কাটেনি। কার্টুনটি সামনে এনে সে কথাই মনে করিয়ে দিতে চাইলেন ৫৬ বছরের প্রাক্তন আইপিএল কর্তা। আবারও প্রশ্ন তুললেন, প্রেমের অধিকার নিয়ে। দু’জন সমমনস্ক, বয়স্ক মানুষ বন্ধু হতে পারেন না?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy