Advertisement
E-Paper

অন্তরঙ্গ ‘জ্যাক-রোজ’, কোথায় একান্তে সময় কাটালেন?

‘টাইটানিক’-এর জ্যাক এবং রোজের মিলনকে ঠিক এই নামটাই দিতে চাইছে সিনে দুনিয়া। সম্প্রতি ফ্রান্সের সেন্ট ট্রপেজে ছুটি কাটাতে গিয়েছিলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং কেট উইনস্লেট। তাঁদের ছুটির ছবি ভাইরাল হয়েছে ওয়েব দুনিয়ায়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৭ ১৮:৪৭
ছুটি কাটাচ্ছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং কেট উইনস্লেট। ছবি: টুইটারের সৌজন্যে।

ছুটি কাটাচ্ছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং কেট উইনস্লেট। ছবি: টুইটারের সৌজন্যে।

নস্ট্যালজিক রিইউনিয়ন।

‘টাইটানিক’-এর জ্যাক এবং রোজের মিলনকে ঠিক এই নামটাই দিতে চাইছে সিনে দুনিয়া। সম্প্রতি ফ্রান্সের সেন্ট ট্রপেজে ছুটি কাটাতে গিয়েছিলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং কেট উইনস্লেট। তাঁদের ছুটির ছবি ভাইরাল হয়েছে ওয়েব দুনিয়ায়।

আরও পড়ুন, কৃষ্ণের সাজে ইনি এক অভিনেতা, চিনতে পারছেন?

২০ বছর আগে সিনে পর্দায় জুটি বেঁধেছিলেন লিও ও কেট। তখন থেকেই তাঁদের অফস্ক্রিন রোম্যান্স নিয়ে বহু গসিপ চালু রয়েছে ইন্ডাস্ট্রিতে। সত্যিই কি তাঁরা কখনও ডেট করেছেন? না! এ নিয়ে প্রকাশ্যে কেউই মুখ খোলেননি। দর্শক এখনও পর্যন্ত জল্পনা করেন, হয়তো ডেট করছেন অনস্ক্রিনের এই হিট জুটি। তাঁদের সাম্প্রতিক ছুটির ছবি সেই জল্পনাকেই বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।

আরও পড়ুন, মেয়েকে অপহরণের চেষ্টা হয়েছিল, স্বীকারোক্তি কমলের

তবে কেট ও লিও যে ভাল বন্ধু তা নিজেরাই একাধিক বার প্রকাশ্যে স্বীকার করেছেন। কিন্তু ছুটির ছবিতে কি অন্য উষ্ণতাও রয়েছে? প্রশ্ন উঠছে ইন্ডাস্ট্রির অন্দরেই। ''

তবে কেট ও লিও যে ভাল বন্ধু তা নিজেরাই একাধিক বার প্রকাশ্যে স্বীকার করেছেন। কিন্তু ছুটির ছবিতে কি অন্য উষ্ণতাও রয়েছে? প্রশ্ন উঠছে ইন্ডাস্ট্রির অন্দরেই।

Leonardo DiCaprio Kate Winslet Celebrity Gossip Celebrities লিওনার্দো ডি ক্যাপ্রিও কেট উইনস্লেট
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy