Advertisement
E-Paper

লিওনার্দোর পরিবেশ-ভাবনা

‘অ্যাপোক্যালিপ্স’-এর ধারণা কি তাড়া করে বেড়াচ্ছে লিওনার্দো দি ক্যাপ্রিওকে? ১৯৯৮-তে এই হলিউডি সুপারস্টার পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে এক ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠা করেন। সম্প্রতি সেই ফাউন্ডেশনের মাধ্যমে লিওনার্দো ৩০টিরও বেশি পরিবেশ সংরক্ষণ নিয়ে কাজ করা সংস্থাকে দান করলেন ১৫ মিলিয়ন মার্কিন ডলার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৫ ০০:০০

‘অ্যাপোক্যালিপ্স’-এর ধারণা কি তাড়া করে বেড়াচ্ছে লিওনার্দো দি ক্যাপ্রিওকে? ১৯৯৮-তে এই হলিউডি সুপারস্টার পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে এক ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠা করেন। সম্প্রতি সেই ফাউন্ডেশনের মাধ্যমে লিওনার্দো ৩০টিরও বেশি পরিবেশ সংরক্ষণ নিয়ে কাজ করা সংস্থাকে দান করলেন ১৫ মিলিয়ন মার্কিন ডলার। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি, ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যানিমাল ওয়েলফেয়ার, সেভ দি এলিফ্যান্ট, ট্রি পিপল এবং ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড।

লিওনার্দোর মতে, আমাদের গ্রহটি যে গতিতে ধ্বংসের দিকে এগিয়ে চলেছে, তাতে পরিবেশ-সংক্রান্ত বিষয়টিকে আর অবহেলা করা সম্ভব নয়। ভবিষ্যতেও যাতে পৃথিবী সকলের বাসযোগ্য থাকে, সে বিষয়ে ভাবনার অবকাশ রয়েছে। বিশ্বব্যাপী সংরক্ষণ-প্রকল্পের কাজে এই অর্থ দান করেছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর প্রথম ইনস্টা-সেলফি সহযোগে নিজের পরিবেশ-ভাবনাকে ব্যক্ত করেছেন লিওনার্দো। ২০১০ সাল থেকে লিওনার্দো দি ক্যাপ্রিও ফাউন্ডেশন চল্লিশটিরও বেশি দেশের সত্তরের বেশি প্রকল্পকে আর্থিক সহায়তা প্রদান করে আসছে।

Leonardo DiCaprio Wildlife Conservation Society International Fund for Animal Welfare Save the Elephants Tree People World Wildlife Fund
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy