Advertisement
E-Paper

লোকসভায় ‘রাজনীতিবিদ’ ধর্মেন্দ্রকে স্মরণ, জনদরদি অভিনেতাকে ফিরে দেখলেন সাংসদেরা

এ দিন তুমুল হট্টগোলের জন্য বেশ কিছু ক্ষণ লোকসভা মুলতবি থাকে। তার আগে প্রাক্তন সাংসদকে স্মরণ করেন বর্তমান সাংসদেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১৫:২০
লোকসভায় প্রাক্তন সাংসদ ধর্মেন্দ্রকে স্মরণ।

লোকসভায় প্রাক্তন সাংসদ ধর্মেন্দ্রকে স্মরণ। ছবি: সংগৃহীত।

পরিবার-পরিজন তাঁকে নিজেদের মতো করে শ্রদ্ধা জানিয়েছেন। স্মরণসভায় উপস্থিত থেকেছেন বলিউডের তাবড় তারকা। এ বার ‘রাজনীতিবিদ’ ধর্মেন্দ্রকে স্মরণ করলেন তাঁর সতীর্থরা।

খবর, সপ্তাহের প্রথম দিন লোকসভা বসার কিছু ক্ষণের মধ্যেই তুমুল হট্টগোলের মধ্যে দুপুর পর্যন্ত স্থগিত হয়ে যায় সভার কার্যক্রম। তার আগে পাঁচ প্রয়াত প্রাক্তন সাংসদকে স্মরণ করেন বর্তমান সাংসদেরা। তাঁদের মধ্যে অন্যতম ধর্মেন্দ্র। সভায় আরও একবার ফিরে দেখা হয় তাঁর অভিনয়জীবন। ভারতীয় সিনেমায় তাঁর অবদান, অজস্র হিট ছবির কথা আলোচনায় উঠে আসে। ধর্মেন্দ্রের জনসেবা নিয়েও নিজেদের মতামত জানান সাংসদেরা। উল্লেখ্য, ধর্মেন্দ্র ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত সাংসদ ছিলেন। তিনি রাজস্থানের বীকানের থেকে বিজেপির টিকিটে লোকসভায় নির্বাচিত হন।

লোকচক্ষুর আড়ালে বর্ষীয়ান অভিনেতার অন্ত্যেষ্টি সম্পন্ন হওয়ার পর প্রয়াত অভিনেতার দুই পরিবার নিজেদের মতো করে স্মরণসভার আয়োজন করে। শ্রদ্ধা জানান সপরিবার অমিতাভ বচ্চন, অনুপম খের, শাহরুখ খান, সলমন খান, গোবিন্দের মতো তারকারা।

অক্টোবরের শেষে হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান অভিনেতা। সেই সময় দেওল পরিবার জানিয়েছিল, বার্ধক্যজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন তিনি। চিকিৎসা চলছে। সাড়াও দিচ্ছেন ধর্মেন্দ্র। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি রাতারাতি ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর খবর। কন্যা ঈশা দেওল সেই গুঞ্জন উড়িয়ে দেন। হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয় তাঁকে। ২৪ নভেম্বর চিরবিদায় নেন ধর্মেন্দ্র।

parliament Dharmendra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy