চার বছর পরে ফিরছে মন্টু পাইলট। এ কথা সকলের জানা। ২০১৯-এ প্রথম মন্টুর সঙ্গে দর্শকের পরিচয়। মাঝে কেটে গিয়েছে আট বছর। এই কয়েক বছরে অনেক কিছু বদলে গিয়েছে। পর্দার মন্টু অর্থাৎ অভিনেতা সৌরভ দাসও অনেক পরিণত। ২১ জানুয়ারি অভিনেতার জন্মদিনে প্রকাশ্যে তাঁর নতুন সিরিজ়ের প্রথম ঝলক।
চোখে কাজল, হাতে বন্দুক। এই সৌরভকে অনেকেরই প্রায় চেনা। প্রথম সিজ়নেও সৌরভের পাশাপাশি দর্শক দেখেছিল শোলাঙ্কি রায় এবং চান্দ্রেয়ী ঘোষকে। ওয়েব সিরিজ়ের নতুন কাহিনিতেও আবার তাঁদের দেখবেন অনুরাগীরা। নতুন কাহিনিতেও দুই অভিনেত্রীর লুকে রয়েছে চমক। ‘ভ্রমর’ শোলাঙ্কিকে আগের বার মিস্ করেছিল দর্শক। এই নতুন সিজ়নে আবার সৌরভ-শোলাঙ্কি একসঙ্গে। এ যেন উপরি পাওনা!
প্রকাশ্যে ‘বিবিজান’, ‘জাহাঙ্গীর’, ‘কালিন্দী’র লুক। নিজস্ব চিত্র।
এই সিজ়নে নতুন ভাবে ধরা দেবেন অভিনেত্রী পার্নো মিত্র। তাঁর চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু সে ভাবে জানা না গেলেও তাঁর লুক অনেক কিছুই আভাস দিচ্ছে। এই নতুন সিজ়নে খলনায়ক হিসাবে দেখা যাবে পরিচালক তথা অভিনেতা কিউকে। এখানে তাঁর চরিত্রের নাম জাহাঙ্গীর। আর ‘বিবিজান’ চান্দ্রেয়ীর একচ্ছত্র শাসন এখনও জারি। সৌরভের জন্মদিনে তাঁর সিরিজ়ের নতুন সিজ়নের সব চরিত্রের লুকই প্রকাশ্যে। সম্ভবত চলতি বছরের দোলযাত্রার সময়ে মুক্তি পাবে ‘মন্টু পাইলট ৩’।