Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২০ অক্টোবর ২০২১ ই-পেপার

Jagnoor Aneja: ফের ৪০-এই শেষ, সিদ্ধার্থের মতো হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত জাগনুর

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ২৪ সেপ্টেম্বর ২০২১ ১০:৪৬
জাগনুর আনেজা।

জাগনুর আনেজা।

ফের মৃত্যু বলিউডে। মাত্র ৪০-এই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন টেলিভিশনের পরিচিত মুখ জাগনুর আনেজা। মিশরে বেড়াতে গিয়েছিলেন জাগনুর। সেখানেই আচমকা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

‘এমটিভি লভ স্কুল’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন জাগনুর। সেখান থেকেই ধীরে ধীরে পরিচিতি বাড়তে থাকে তাঁর। সেই অনুষ্ঠানে প্রেমিকা মণিকার সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু পরবর্তী সময়ে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। শিল্পা শেট্টি, রণবিজয় সিংহের মতো তারকার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল জাগনুরের। প্রয়াত অভিনেতা তাঁদের সঙ্গে ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেছিলেন।

Advertisement

মিশরে গিয়েও একের পর এক সুন্দর ছবি, ভিডিয়ো দিচ্ছিলেন জাগনুর। বিদেশ সফরের টুকরো টুকরো ঝলক তুলে ধরেছিলেন অনুরাগীদের কাছে। তাঁর আকস্মিক মৃত্যুতে হতভম্ব তারকা মহল থেকে তাঁর অণুরাগীরাও। ২ সেপ্টেম্বর একই ভাবে চলে গিয়েছিলেন অভিনেতা সিদ্ধার্থ শুক্ল। তাঁরও বয়স হয়েছিল ৪০ বছর। পরপর দুই তরুণ শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া মায়ানগরীতে।

আরও পড়ুন

Advertisement