দিনকয়েক ধরে জয় ভানুশালী ও মাহি ভিজের দাম্পত্যজীবন নিয়ে চলছে কাটাছেঁড়া। শোনা যাচ্ছে, দীর্ঘ ১৫ বছরের সম্পর্ক নাকি এ বার ভাঙতে চলেছে। বিচ্ছেদের পথে হাঁটবেন টেলিভিশনের জনপ্রিয় তারকাজুটি। তাঁদের বিচ্ছেদের জল্পনা যখন তুঙ্গে, সেই সময় হাসপাতালে ভর্তি করানো হল মাহিকে।
আরও পড়ুন:
মাহির জনসংযোগ আধিকারিক জানান, বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করানো হয়েছে অভিনেত্রীকে। ধুম জ্বর, শরীর দুর্বল হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে বিভিন্ন পরীক্ষা করানো হচ্ছে তাঁর। রিপোর্ট পাওয়া যায়নি এখনও। যদিও শুক্রবার সকালে তাঁর অবস্থা স্থিতিশীল।
একসময় একসঙ্গে ‘ভ্লগ’ করতেন জয় ও মাহি। বিনোদনজগতে ‘পাওয়ার কাপ্ল’ নামে পরিচিত ছিলেন তাঁরা। কিন্তু গত কয়েক মাসে একসঙ্গে কোনও ভিডিয়ো করেননি তাঁরা। এমনকি সমাজমাধ্যমে একসঙ্গে কোনও ছবিও ভাগ করে নেননি। সম্প্রতি, কন্যা তারার সঙ্গে একটি ভিডিয়ো ভাগ করে নেন জয়। মজার সেই ভিডিয়োর সঙ্গে অভিনেতা লিখেছিলেন, “বাচ্চার সঙ্গে বাবা যখন একা থাকেন, তখন এই সবই ঘটে।” এতে জল্পনা আরও জোরালো হয়। ২০২৪ সালের জুলাইয়ে শেষ একসঙ্গে পারিবারিক ছবি পোস্ট করেছিলেন তাঁরা। এমনকি গত অগস্টে তাঁদের মেয়ে তারার জন্মদিন উদ্যাপনেও জয় ও মাহিকে দূরত্ব বজায় রাখতে দেখা যায় বলেই খবর। যদিও তাঁদের বিচ্ছেদের খবর নিয়ে গুঞ্জন ছড়াতেই মাহি সমাজমাধ্যমে লেখেন, ‘‘ভুয়ো খবরে কান দেবেন না, আমি আইনি পদক্ষেপ করব।’’ তাই এই জয়-মাহির সম্পর্ক ঠিক কোন দিকে যাচ্ছে তা বুঝতে অপেক্ষা করতেই হবে অনুরাগীদের।