বুধবার রাতে এনরিকে ইগলেসিয়াসের গানের অনুষ্ঠানে গিয়েছিলেন মলাইকা অরোরা। গানের তালে পা মেলাতেও দেখা যায় তাঁকে। পরের দিনই হাসপাতালে মডেল তথা অভিনেত্রী? এমনই একটি ভিডিয়ো দেখে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) দেখা যাচ্ছে, হাসপাতালের সামনে দাঁড়িয়ে মলাইকার গাড়ি। অভিনেত্রীকে মাস্ক পরা অবস্থায় দেখা যাচ্ছে। তবে ঠিক কী কারণে হাসপাতালে গিয়েছেন তিনি, তা স্পষ্ট নয়। যদিও হাসপাতালে মলাইকাকে দেখে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। কেউ কেউ প্রশ্ন করেছেন, “কালই তো বেশ সুস্থ ভাবে নাচছিলেন। আজ হঠাৎ কী হল ওঁর?”
তাঁদের আশ্বস্ত করে আর এক দল নেটাগরিক অবশ্য বলেছেন, “আপনারা চিন্তা করবেন না। হতেই পারে ডাক্তার দেখাতে গিয়েছেন। গুরুতর কিছু হয়নি।” এখনও মলাইকা বা তাঁর সহযোগী দলের থেকে কোনও বিবৃতি প্রকাশ পায়নি।
আরও পড়ুন:
বুধবার রাতে এনরিকের অনুষ্ঠানের দর্শকাসনে ছিলেন মলাইকা। সাদা রঙের হাতাকাটা টপ ও ডেনিম প্যান্টে দেখা যায় তাঁকে। বরাবরের মতোই লাস্যময়ী লাগছিল তাঁকে। প্রতিটি গানের সঙ্গে পা মেলাচ্ছিলেন তিনি। তাই এই প্রশ্নও উঠছে, “বেশি নাচানাচি করেই কি অসুস্থ হয়ে পড়েছেন মলাইকা?”
উল্লেখ্য, ২৩ অক্টোবর জন্মদিন ছিল মলাইকার। জন্মদিনের অনুষ্ঠানে সঙ্গে ছিলেন তাঁর বোন অমৃতা অরোরা ও বন্ধুরা। জন্মদিনের বেশ কিছু মুহূর্ত ভাগ করে মলাইকা লিখেছিলেন, “আমার মন ভরে গিয়েছে। আমার ৫০তম জন্মদিনকে এত আনন্দের সঙ্গে ভরিয়ে তোলার জন্য সকলকে ধন্যবাদ। এত সুন্দর একটা সন্ধ্যার আয়োজনে যাঁরা সাহায্য করেছেন, তাঁদের ধন্যবাদ।”