নব্বইয়ের দশকের পরিচিত অভিনেত্রী। অক্ষয় কুমার, আমির খান, সলমন খান, গোবিন্দ, সঞ্জয় দত্তের মতো অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধেছিলেন। তাঁর অনুরাগীও অসংখ্য। তার পরে হঠাৎই বলিউড থেকে সরে যান মমতা কুলকর্ণী। বাকি জীবন ঈশ্বরসাধনায় নিয়োজিত করবেন বলেই জানিয়েছেন। এ হেন মমতা প্রকাশ্যে আনলেন আমিরের সঙ্গে তাঁর সখ্যের কথা। মমতার বাড়িতে গিয়ে নাকি চা বানাতেন আমির!
আরও পড়ুন:
সম্প্রতি সুরকার এআর রহমান সাম্প্রদায়িক বিভাজনের জেরে কাজ হারানোর দাবি করেছেন। এই প্রসঙ্গে মমতা জানান, তিনি যখন কাজ করেছেন, সহ-অভিনেতার ধর্ম দিয়ে কাউকে বিচার করেননি। শাহরুখ, সলমন থেকে আমির— সকলের সঙ্গে বন্ধুত্ব ছিল তাঁর। আমিরের সঙ্গে ‘বাজ়ি’ ছবিতে অভিনয় করার সময় লোখন্ডওয়ালা এলেই নাকি মমতার বাড়িতে আসতেন আমির। মমতার কথায়, ‘‘আগে তো সে ভাবে ভ্যানিটি ভ্যান ছিল না। লোখন্ডওয়ালায় শুটিং হলেই আমির আমার বাড়িতে পোশাক বদল করতে আসত। শুটিংয়ের শেষে আমার রান্নাঘরে কত বার চা বানিয়েছে আমির। শাহরুখের সঙ্গে যখন বিশ্বভ্রমণে গেলাম, তখন কেউ রান্না করেছে, কেউ খেয়েছে। এ সব ধর্মীয় বিভাজন আমাদের মধ্যে কখনও আসেনি।’’
নব্বইয়ের দশকে একাধিক সাহসী চরিত্রে দেখা গিয়েছিল মমতাকে। ‘কর্ণ অর্জুন’, ‘চায়না গেট’, ‘তিরঙ্গা’, ‘আশিক আওয়ারা’, ‘ক্রান্তিবীর’, ‘বাজ়ি’, ‘সবসে বড়া খিলাড়ি’, ‘পুলিশওয়ালা গুন্ডা’র মতো ছবিতে অভিনয় করার জন্য আজও তাঁকে মনে রেখেছে দর্শক। বেশ কিছু দিন ভারতের বাইরে ছিলেন তিনি। কেনিয়ায় মাদকযোগে তাঁর নাম জড়িয়েছিল। অবশেষে ছাড়পত্র পেয়ে ২৫ বছর পরে দেশে ফেরেন তিনি। এখন ভারতেই রয়েছেন অভিনেত্রী।