Advertisement
E-Paper

কৃতি শ্যানন, কে এল রাহুলের আবাসনে জোর করে ঢুকল আগন্তুক, ভাঙল লিফ্‌ট! কী উদ্দেশ্য ছিল ওই ব্যক্তির?

বার বার তারকাদের বাড়িতে হামলা। এ বার এমনই এক ঘটনা ঘটল কৃতি শ্যানন ও কে এল রাহুলের আবাসনে। কী হয়েছিল?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১৭:৪৭
Man try to Enters Kriti Sanon & KL Rahul\\\'s Mumbai Building, Damage Lift & Makes Inappropriate Gestures At CCTV Camera

(বাঁ দিকে) কৃতি শ্যানন, কে এল রাহুল। ছবি: সংগৃহীত।

মুম্বইয়ে গত কয়েক বছর ধরে তারকাদের বাড়িতে একের পর এক অবৈধ অনুপ্রবেশ, হামলার ঘটনা ঘটেছে। কখনও সলমন খানের বাড়িতে গুলি চালিয়েছে বিশ্নোই গ্যাং। আবার কখনও সইফ আলি খানের বৈঠকখানা ঘরে উঠে পড়েছে দুষ্কৃতী। ওই ঘটনায় ছুরিকাঘাতে আহতও হন সইফ। তারকাদের চারপাশে সারাক্ষণই প্রায় থাকে নিরাপত্তার বেষ্টনী। তার পরেও কী ভাবে তাঁদের বাড়িতে এই ধরনের ঘটনা ঘটছে, উঠছে প্রশ্ন! এর মাঝেই ফের একই ঘটনা কৃতি শ্যানন ও ক্রিকেট তারকা কে এল রাহুলের আবাসনে।

বান্দ্রা ওয়েস্ট ও পালি হিল মুম্বইয়ের অভিজাতদের পাড়া হসেবে পরিচিত। নামী বলিউড অভিনেতা-অভিনেত্রী থেকে ক্রিকেট তারকা, বড় ব্যবসায়ীদের বাস ওই এলাকায়। সেখানেই মাঝরাতে ঘটে গেল এমন ঘটনা, যার ফলে সন্ত্রস্ত অনেকেই। কে এল রাহুল ও কৃতি শ্যানন একই আবাসনের বাসিন্দা। সেই আবাসনেই গত ১৯ জুন রাত ১টা নাগাদ ১৭ তলার একটি ফ্ল্যাটে যেতে চায় সেই আগন্তুক। সংশ্লিষ্ট সেই ফ্ল্যাটের মালিকের তরফ থেকে নিরাপত্তারক্ষীদের কাছে নাকি আগেভাগেই অনুমতি দেওয়া ছিল। সেই মতো আগন্তুক তার গাড়ির চাবি নিরাপত্তারক্ষীর হাতে দেয়। গাড়ি পার্ক করে উপরে ওঠার আগে নীচের তলাতেই স্নানঘরে যেতে চায় সেই ব্যক্তি। নিরাপত্তারক্ষীদের অনুমতিতে সেখানে গিয়ে প্রায় ১০ মিনিট পরে সেখানে থেকে বেরিয়ে ১৪ তলায় উঠতে চায়। কিন্তু ওই ফ্ল্যাটের মালিক নিরাপত্তারক্ষীদের ফোনে সাড়া না দেওয়ায় তাকে ১৪ তলায় যেতে বাধা দেওয়া হয়। এর পর ১৭ তলায় উঠতে চায় ওই ব্যক্তি। এতেই সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। অভিযোগ, ওই আগন্তুককে আটকে দিতেই লিফ্‌টের কাছে গিয়ে ভাঙচুর করে সেই ব্যক্তি। এমনকি, সিসিটিভি ক্যামেরায় অশালীন অঙ্গিভঙ্গি করতে শুরু করে। ঘটনার পরে খার থানায় ওই ব্যক্তির নামে এফআইআর দায়ের করা হয়েছে। যদিও সেই আগন্তুক কে, এই কাণ্ড কোন উদ্দেশ্যে ঘটাল, তা এখনও খতিয়ে দেখছে পুলিশ। আরও প্রশ্ন উঠেছে, ঠিক কার ফ্ল্যাটে যেতে চেয়েছিল ওই ব্যক্তি? তা ছাড়া, ১৯ জুনের ওই ঘটনার এত দিন পরে বিষয়টি প্রকাশ্যে এল কেন, সেটা নিয়েও চর্চা চলছে এলাকায়।

Bollywood Update KL Rahul Kriti Sanon
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy