আধ্যাত্মিকতার খোঁজে মাঝেমধ্যেই হৃষীকেশে নীম করোলী বাবার আশ্রমে ছুটে যান বলি তারকারা। নীম করোলী বাবাকে অনেকেই ‘চমৎকারি বাবা’ও বলে থাকেন। অনেকেই মনে করেন, তিনি ছিলেন দিব্যদৃষ্টিসম্পন্ন সাধু, মহান গুরু । অনেকে আবার তাঁকে হনুমানজির অবতারও বলে থাকেন। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা বিয়ের পর থেকেই তাঁর আশ্রমে যান। সম্প্রতি নীম করোলী বাবার আশ্রমে গিয়ে কী অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে, তা জানালেন অভিনেতা মনোজ বাজপেয়ী।
আরও পড়ুন:
মনোজের জীবনে এমন একটা সময় আসে, যখন তিনি অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভাবেন। মুম্বই ছেড়ে অন্যত্র চলে যাবেন ভেবেছিলেন। অভিনেতা বলেন, ‘‘আমি ও আমার ‘জগনুমা’ ছবির পরিচালক রাম ওই আশ্রমের গুহায় প্রবেশ করি। খানিক ক্ষণ ধ্যান করি। তার পর এক আশ্চর্য জিনিস ঘটল, যা ভাষায় প্রকাশ করতে পারব না। ‘জগনুমা’ ছবি প্রসঙ্গে আমার মনোভাব পরিষ্কার হয়ে গেল।’’ বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘোরার পর, গত সপ্তাহে মুক্তি পেয়েছে মনোজের এই ছবি। অভিনেতা নীম করোলী বাবার আশ্রম থেকে ঘুরে যাওয়ার পরই নাকি ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর প্রস্তাব পান।
হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টসও এই বাবার এক বড় ভক্ত। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ভারতে নীম করোলী বাবার ছবি দেখে আমার অদ্ভুত অভিজ্ঞতা হয়। আমি জানতামও না, কে তিনি। অজানা এক কারণে ওঁর প্রতি আকৃষ্ট হই আমি। নীম করোলী বাবার জন্যই আমি হিন্দু ধর্মের প্রতিও টান অনুভব করি।’’
১৯৭৩ সালের সেপ্টেম্বরে নীম করোলী বাবা মারা যান। তাঁর মৃত্যুর পর তাঁর ভক্তরা ভারত ও আমেরিকার বিভিন্ন শহরে বাবার নামে আশ্রম তৈরি করেন। সেই সব আশ্রমেই ভিড় জমান লক্ষ লক্ষ ভক্ত।