Advertisement
E-Paper

‘হয়তো খুব তাড়াতাড়িই টলিউডে ফিরব’

এমনটাই বললেন পুজা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে জানালেন নিজের এনগেজমেন্ট ও বিয়ের খবরওআগামী ছ’মাস হিন্দি টেলি সিরিজ ‘দেব’-এর কাজে ব্যস্ত থাকবেন তিনি। ইতিমধ্যে মুম্বইয়ে খুলে ফেলেছেন নিজের প্রোডাকশন হাউজও। আরও একটি মজার বিষয় হল, অনেক দিন আগেই পূজা জানিয়েছেন, তাঁর পদবি ‘বসু’ নয়, ‘বন্দ্যোপাধ্যায়’।

স্বর্ণাভ দেব

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৭ ০০:০২

সম্প্রতি কলকাতা এসেছিলেন বাবা-মাকে মুম্বই নিয়ে যেতে। তারই ফাঁকে আড্ডা দিতে এসেছিলেন এক নামী প্রযোজনা সংস্থার অফিসে। স্বভাবতই সন্দেহটা দানা বেঁধেছিল, তা হলে কি ইন্ডাস্ট্রিতে প্রত্যাবর্তন ঘটতে চলেছে এক সময়ের বেশ সফল এই নায়িকার? পূজাকে জিজ্ঞেস করতেই হেসে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলেন। তার পর জানালেন, ‘‘কথা চলছে। হয়তো খুব শিগগিরই আমাকে দেখতে পাবেন। তবে আমি চাই ভাল ছবিতে কাজ করতে।’’ প্রসঙ্গত, টলিউডে মাত্র চারটি ছবিতে অভিনয় করেছেন পূজা। তার মধ্যে ‘চ্যালেঞ্জ টু’, ‘লাভেরিয়া’র মতো হিট ছবি স্বল্প সময়েই বেশ জনপ্রিয়তা এনে দিয়েছিল তাঁকে। তার পরেই হঠাৎ উধাও হয়ে যান টলিউড থেকে। পূজা জানালেন, ‘‘কাজ না করলেও ইন্ডাস্ট্রি থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়নি। মাঝে দেড়-দু’বছর একটা ব্রেক নিয়েছিলাম। আসলে নিজেকে সময় দিতেই সচেতন ভাবে সরে গিয়েছিলাম। তার পর কাজে ফিরলেও বাংলা ছবি করা হয়নি।’’ আগামী ছ’মাস হিন্দি টেলি সিরিজ ‘দেব’-এর কাজে ব্যস্ত থাকবেন তিনি। ইতিমধ্যে মুম্বইয়ে খুলে ফেলেছেন নিজের প্রোডাকশন হাউজও। আরও একটি মজার বিষয় হল, অনেক দিন আগেই পূজা জানিয়েছেন, তাঁর পদবি ‘বসু’ নয়, ‘বন্দ্যোপাধ্যায়’। কিন্তু এখনও ইন্টারনেটে ভুলটা রয়েই গিয়েছে। এ বিষয়ে তিনি জানালেন, ‘‘এ বার ভাবছি, একজন পিআর রাখব। যিনি আমার প্রোফাইল মেনটেন করবেন। এখনও তো অনেক ভুল রয়ে গিয়েছে। এ জন্য অদ্ভুত সব প্রশ্নের মুখোমুখি হতে হয়। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতেও তেমন একটা সক্রিয় নই আমি। তবে হালফিল ইনস্টাগ্রাম ব্যবহার করছি।’’

এখনও সময় পেলেই পূজা বেরিয়ে পড়েন ঘুরতে। আর অবসর সময় কাটে লেখালেখি, সিনেমা দেখে। ব্যক্তিগত জীবনেও থিতু হয়েছেন সম্প্রতি। চলতি বছরের ১৬ অগস্ট সহ-অভিনেতা কুণাল বর্মার সঙ্গে এনগেজমেন্ট হয়ে গেল পূজার। ‘‘কুণালের সঙ্গে ন’বছর ডেট করেছি। তাই এনগেজমেন্টের সিদ্ধান্ত নিলাম,’’ জানালেন নায়িকা। দায়িত্ব কি বেড়ে গেল? হেসে জানালেন, ‘‘দায়িত্ব বাড়ে তো ছেলেদের।’’ আগামী বছরে কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, তবে ২০১৯-এ বিয়ে করতে পারেন তিনি।

Celebrities Tollywood Puja পুজা বন্দ্যোপাধ্যায় Puja Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy