গত বছর এপ্রিল মাসে সলমন খানের বাড়ি গ্যালাক্সি-র সামনে গুলি চালিয়ে দায় স্বীকার করেছিলেন লরেন্স বিশ্নোই। সেই ঘটনার তদন্ত চলছিল। এ বার এই ঘটনায় আরও পাঁচ জনের বিরুদ্ধে চার্জ গঠন করল ‘মহারাষ্ট্র কন্ট্রোল অফ অরগ্যানাইজ়ড ক্রাইম অ্যাক্ট’ (এমসিওসিএ)।
গত কয়েক বছর ধরে বার বার সলমনকে হুমকি দিয়েছেন লরেন্স বিশ্নোই ও তাঁর দলের লোক। গত বছর ১৪ এপ্রিল ভোর পৌনে পাঁচটা নাগাদ বলি তারকাকে হত্যা করার উদ্দেশ্যে তাঁর বাড়ির সামনে গুলি চালায় দুষ্কৃতীরা। দুই ব্যক্তি হঠাৎই মোটরবাইকে চেপে ঢুকে পড়েন গ্যালাক্সি চত্বরে এবং পাঁচ রাউন্ড গুলি চালান। তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই দু’জন ছাড়াও এই ষড়যন্ত্রে আরও তিন জন শামিল ছিলেন বলে জানা যায়। তাঁদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছিল। পাশাপাশি লরেন্স বিশ্নোই, আনমোল বিশ্নোই ও রোহিত গোধরাকে ‘ওয়ান্টেড’ ঘোষণা করা হয়েছিল এই ঘটনায়। কিছু দিন আগেই আনমোলকে আমেরিকা থেকে আটক করে এনে দিল্লির তদন্তকারী সংস্থা গ্রেফতার করে।
আরও পড়ুন:
এই পাঁচজনেই আদালতের কাছে পাল্টা আবেদন করেছিলেন। কিন্তু আদালতের গঠন করা চার্জে দাবি করা হয়েছে, লরেন্স বিশ্নোই গ্যাং-এর এই পাঁচজন সলমনকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন। মুম্বই শহরে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সংগঠনের আধিপত্য বোঝাতে চাইছিলেন।
উল্লেখ্য, গত বছর গুলিবর্ষণের ঘটনার পরে সলমনের দীর্ঘ বয়ান রেকর্ড করেছিল মুম্বই পুলিশ। ১৪ এপ্রিলের ওই ঘটনার দিন পশ্চিম বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাড়িতে উপস্থিত ছিলেন অভিনেতা ও তাঁর মা-বাবা। বন্দুকবাজরা পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। সলমন জানান, গুলির শব্দেই তিনি জেগে ওঠেন। কী হচ্ছে দেখার জন্য যখন বারান্দায় যান, তখন কাউকে আর দেখতে পাননি। ক্রমাগত প্রাণনাশের হুমকি, বাড়িতে হামলা, এ সব দেখে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, এমনটাই জানান অভিনেতা।