শুরু থেকেই বরাবর প্রথম পাঁচে ‘আলতা ফড়িং’। এর আগেও রেটিং চার্টে কয়েক বার ‘সবার সেরা’ সুশান্ত দাসের এই ধারাবাহিক। ‘ইস্মার্ট জোড়ি’-তে ‘ফড়িং’-এর নাচ আর ধারাবাহিকে জিমন্যাস্টিক আর অভিনয়ের যুগলবন্দি আবার হারানো গৌরব ফিরিয়ে দিয়েছে। চলতি সপ্তাহে ‘মিঠাই’-এর কাঁধে কাঁধ মিলিয়ে ‘ফড়িং’ আবার বাংলা সেরা। দুই ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর ৭.৮।
চলতি সপ্তাহে দ্বিতীয় স্থান নিয়েও হাড্ডাহাড্ডি লড়াই। ‘গাঁটছড়া’ আর ‘গৌরী এলো’ যৌথ ভাবে এই স্থান দখলে রেখেছে। তাদের ঝুলিতে ৭.৭। গৌরীর অলৌকিক ক্রিয়াকলাপ দেখে দর্শক মন্ত্রমুগ্ধ। একই ভাবে খড়ির কাছে ঋদ্ধিমান সিংহরায়ের আত্মসমর্পণ ধারাবাহিকে ঘটে চলা নানা অঘটনের মধ্যেও যেন এক ঝলক টাটকা বাতাস।