Advertisement
E-Paper

টিভিতে এ বার ৮৫ পর্বে রামদেবের মেগা-জীবন!

হরিয়ানার অজ গাঁয়ের কৃষক পরিবারের ছেলে থেকে যোগগুরু হয়ে হাজার হাজার কোটি টাকার পতঞ্জলি-সাম্রাজ্য। রামদেবের এই উত্থানের কাহিনি টিভির পর্দায় আসছে ১২ ফেব্রুয়ারি থেকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৩৫
৮০ কোটি টাকার বেশি খরচে ৮৫ এপিসোডে তৈরি হচ্ছে মেগা-সিরিয়াল ‘স্বামী রামদেব-এক সংঘর্ষ’। তাঁর উত্থানের কাহিনি দেখানো হবে।

৮০ কোটি টাকার বেশি খরচে ৮৫ এপিসোডে তৈরি হচ্ছে মেগা-সিরিয়াল ‘স্বামী রামদেব-এক সংঘর্ষ’। তাঁর উত্থানের কাহিনি দেখানো হবে।

রামদেব সাজবেন আর কপালভাতি, নলী ক্রিয়া না জানলে হয়! রামদেব তাই নিজেই নিজের চরিত্রের অভিনেতার পরীক্ষা নিয়েছিলেন। দশে নয় পেয়ে পাশ করে গিয়েছেন ক্রান্তিপ্রকাশ ঝা। ‘এম এস ধোনি’ ছবিতে ধোনির সেই বন্ধু। নলী ক্রিয়া আয়ত্তে আসেনি, তবে অর্ধ-নলী ক্রিয়া শিখে ফেলেছেন ক্রান্তি। নানা রকম যোগাসন আর সংস্কৃত শ্লোক উচ্চারণও। রামদেব হাসতে হাসতে বললেন, ‘‘এ বার ওঁকে ল্যাঙ্গোট পরা শেখাতে হবে।’’

হরিয়ানার অজ গাঁয়ের কৃষক পরিবারের ছেলে থেকে যোগগুরু হয়ে হাজার হাজার কোটি টাকার পতঞ্জলি-সাম্রাজ্য। রামদেবের এই উত্থানের কাহিনি টিভির পর্দায় আসছে ১২ ফেব্রুয়ারি থেকে। ৮০ কোটি টাকার বেশি খরচে ৮৫ এপিসোডে তৈরি হচ্ছে মেগা-সিরিয়াল ‘স্বামী রামদেব-এক সংঘর্ষ’। রামদেব বলছেন, ‘‘জীবনের বেশির ভাগটাই তো সংঘর্ষ করতে হয়েছে। ৭ বার মৃত্যুকে সামনে থেকে দেখেছি। হাল ছাড়িনি। পঞ্চাশ পেরিয়েও সংঘর্ষ চলছে। ক্ষমতা, ব্যবসা, সম্পত্তি— এ সব তো আসলে বাই-প্রোডাক্ট।’’

শুধু যোগ বা ব্যবসা সাম্রাজ্যের প্রচার নয়। নরেন্দ্র মোদীর জমানায় তাঁর রাজনৈতিক প্রভাবও অনস্বীকার্য। তাই কি এ ভাবে ‘ইমেজ’ তুলে ধরার চেষ্টা? রামদেবের জবাব, ‘‘এ সব মোটেই আমার পরিকল্পনা নয়। কোনও দিন ভাবিইনি, আমার জীবনের উপরেও টিভি শো হতে পারে!’’ কেন? মুচকি হেসে রামদেবের জবাব, ‘‘আমার মতো দেশি বাবা, যে অক্সফোর্ড-হার্ভাডে পড়েনি, যার কোনও গার্লফ্রেন্ড নেই, গ্ল্যামার নেই, তাঁর জীবন নিয়ে কি লোকে মাথা ঘামাবে! টিভি চ্যানেলের কর্তারা বোধ হয় ভেবেছেন, আমার জীবনের কথা অন্যদের অনুপ্রেরণা হতে পারে।’’

আরও পড়ুন: ‘ভালবাসার বাড়ি’ নিয়ে লাইভ আড্ডায় ঋতুপর্ণা

ডিসকভারি ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করণ বাজাজ বলেন, ‘‘স্বামী রামদেবের জীবনের ওঠা-নামা, সব বাধা জয়ের কাহিনি সকলের কাছেই অনুপ্রেরণা। প্রথমে আমরা ভেবেছিলাম, এক ঘণ্টার শো করব। পরে দেখলাম, এত অল্প সময়ে ওঁর জীবন ধরা যাবে
না। তাই ৮৫ এপিসোডে বায়োপিক তৈরি হচ্ছে।’’

মনমোহন-জমানায় কালো টাকার বিরুদ্ধে তাঁর অনশন আন্দোলন বন্ধ করতে রামলীলা ময়দানে পুলিশ নামাতে হয়েছিল। মহিলাদের কুর্তা-পাজামা-ওড়না পড়ে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছিলেন রামদেব। সেই ঘটনাও কি আসবে টিভি পর্দায়? বাজাজের জবাব, ‘‘আমরা ওঁর জীবনের যাবতীয় গুরুত্বপূর্ণ ঘটনাই তুলে ধরার চেষ্টা করছি।’’ থাকছে রামদেবের ছোটবেলাও। যাদব পরিবারে জন্ম। ‘নিচু’ জাত বলে সইতে হয়েছে অপমান। বাড়িতে আগুন লাগানো হয়েছে। গুরুকূলে পড়াশোনার পরে যখন সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নেন, তখন মা গুলাবো দেবী চোখের জলে ধরে রাখতে চেয়েছিলেন ছেলেকে। লাভ হয়নি। থাকছে জানা-অজানা অনেক ঘটনা। কিন্তু সন্ন্যাসীরা তো পূর্বাশ্রমের কথা বলেন না। রামদেব কেন ব্যতিক্রম? রামদেবের যুক্তি, ‘‘সন্ন্যাসী হলেও জন্মদাত্রী মাকে ভোলা যায় না। আর আমার আগের জীবন দেখে যদি কেউ অনুপ্রেরণা পান, সেটাই প্রাপ্তি।’’

Baba Ramdev Mega serial Television রামদেব টেলিভিশন
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy