Advertisement
E-Paper

যৌন নিগ্রহের অভিযোগ তোলায় গায়িকাকেই বয়কট!

এ বছরের শুরুতে দেশজুড়ে #মিটু আন্দোলন শুরু হলে, তামিল ছবির জগতেও আলোড়ন পড়ে যায়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮ ১৯:৪২
চিন্ময়ী শ্রীপদা।—ফাইল ছবি।

চিন্ময়ী শ্রীপদা।—ফাইল ছবি।

যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে নামকরা এক কবি-গীতিকারের বিরুদ্ধে। কোথায় তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে, তা নয়, উল্টে অভিযোগকারিণী গায়িকাকেইবয়কট করলদক্ষিণী টেলিভিশন সংগঠন।

মোটা টাকা জমা না দিলে, কাজ পাবেন না বলে হুমকিও দেওয়া হয়েছে তাঁকে। শুক্রবার নিজে থেকে বিষয়টি সামনে এনেছেন তামিল ছবির জনপ্রিয় গায়িকা চিন্ময়ী শ্রীপদা। প্রবীণ কবি ও গীতিকার ভৈরমুথু রামস্বামী-র বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলেছিলেন তিনি।

এ বছরের শুরুতে দেশজুড়ে #মিটু আন্দোলন শুরু হলে, তামিল ছবির জগতেও আলোড়ন পড়ে যায়। সাউথ ইন্ডিয়া সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস অ্যান্ড ডাবিং আর্টিস্টস সংগঠনের সভাপতি রাধারবি ও ভৈরমুথুর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনেন একাধিক মহিলা। তাঁদের সমর্থনে এগিয়ে আসেন চিন্ময়ী। প্রবীণ ওই গায়কের হাতে নিজের ভয়ঙ্কর অভিযোগের কথাও তুলে ধরেন। তার পরই তাঁকে বয়কট করে ওই সংগঠন। বলা হয়, সদস্যপদ টিকিয়ে রাখতে ফি জমা দিতে হয় প্রত্যেক শিল্পীকে। টানা দু’বছর সেই বাবদ কোনও টাকা দেননি চিন্ময়ী।

চিন্ময়ীর টুইট।

আরও পড়ুন: সলমনের জন্মদিনের পার্টিতে কেন আসেননি শাহরুখ-আমির? রহস্য ফাঁস!​

আরও পড়ুন: ১৬ দিন পরেও মেঘালয়ের কয়লা খনিতে নিখোঁজ ১৫ শ্রমিক, উদ্ধার শুধু তিনটে হেলমেট​

সেই সময়ই প্রতিবাদ জানিয়েছিলেন চিন্ময়ী। এ দিন ফের সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন তিনি। জানান, ক্ষমা চেয়ে চিঠি দিলে তাঁকে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে সংগঠন। সেই বাবদ দেড় লক্ষ টাকা জমাও দিতে বলা হয়েছে। তাদের কাছে চিন্ময়ীর প্রশ্ন, ‘‘২০০৬ সাল থেকে কাজ করছি। আমার আয় থেকে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে ওরা। তার পরও টাকা চাইছে। দেড়লক্ষ টাকা দিলে তবেই নাকি তামিলনাড়ু এবং তামিল ছবিতে কাজ করতে দেবে আমায়। কিন্তু রোজগার তো আমার অধিকারের মধ্যে পড়ে। তার জন্য আমাকে ক্ষমা চাইতে বাধ্য করা হচ্ছে কেন? ’’

টাকার অঙ্ক নিয়েও প্রশ্ন তোলেন চিন্ময়ী। তাঁর দাবি, ‘‘নতুন সদস্যপদ নিতে গেলে যেখানে আড়াই হাজার টাকা ফি দিতে হয়, সেখানে আমার কাছে দেড় লক্ষ টাকা চাওয়া হচ্ছে কোন যুক্তিতে?’’

একের পর এক যৌন নিগ্রহের জেরে গত সপ্তাহে সাংবাদিক বৈঠক করেন ওই সংগঠনের মহিলা সদস্যেরা। তাতে মহিলা শিল্পীদের পাশে দাঁড়ানোর বদলে, হমকি দিতে দেখা যায় তাঁদের। নিজের টুইটার হ্যান্ডলে সেই সাংদিক বৈঠকের একটি ভিডিয়ো পোস্ট করেন চিন্ময়ী, যাতে ওই সদস্যদের বলতে দেখা যায়, ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে একটু আধটু এ সব সহ্য করতে হয়। তাতে আপত্তি থাকলে দশ বাড়ি কাজ দেখে নেওয়াই ভাল। তাঁদের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন চিন্ময়ী। তাঁর অভিযোগ, ‘‘চুপ করিয়ে রাখতে প্রায়শই এই ধরনের হুমকি দেওয়া হয়।’’

MeToo Sexual Harassment Tamil Movies Television Chinmayi Sripaada
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy