দিদি একটু সাহায্য করবেন! মিমি চক্রবর্তীর গানের টিজারের বিজ্ঞাপনে অনুরাগীদের প্রশংসার মধ্যেই এসে পড়েছিল এই আবেদন। চোখ এড়াল না অভিনেত্রীর। ২৪ ঘণ্টার মধ্যে দেখলেন, জবাবও দিলেন।সামাজিক মাধ্যমের পাতাতেই সাহায্য চাওয়া তরুণকে লিখলেন, ‘নিশ্চয়ই করব, তোমার নম্বর আমাকে মেসেজ করে পাঠাও।’
রাজনীতিতে আসার পর থেকেই যাদবপুরের সাংসদ মিমিকে সামাজিক সংস্কারে বেশ সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে। টুইটারে আবেদন পেয়ে এর আগেও নানা সামাজিক কাজে এগিয়ে এসেছেন মিমি। এবারেও তার অন্যথা হল না।
মিমির কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন নন্দগোপাল জানা নামে বিশেষভাবে সক্ষম এক তরুণ। নিজের পরিচয় দিয়ে টুইটারে নন্দ জানিয়েছেন, ‘দিদি আমি একজন প্রতিবন্ধী। আমাকে সাহায্য করুন। আপনাদের কাছে আমি টাকা চাইছি না। তবে আমার পা আগুনে পুড়ে গিয়েছে।আমাকে সাহায্য করুন প্লিজ।’ তারই উত্তরে সাহায্যের আশ্বাস দিয়েছেন মিমি।
See you all tomorrow 10am with the teaser of my new single 🙏 pic.twitter.com/Rrky0A7DxG
— Mimssi (@mimichakraborty) December 21, 2020
আরও পড়ুন: রিচা চাড্ডার বেলি ডান্স! নতুন গানে ফুটে উঠল শকীলার জীবনের ওঠাপড়া
আরও পড়ুন: ‘হয়তো প্রশ্রয় দিচ্ছি, কিন্তু আমি এ রকম বাবা’, সদ্যোজাতকে বুকে নিয়ে ঘুমে আচ্ছন্ন অভিনেতা