Advertisement
০২ নভেম্বর ২০২৪
Bollywood Update

পরিবারে নতুন অতিথি আগমনের তোড়জোড়, কবে বাবা হচ্ছেন দীপিকার নায়ক?

অভিনেতা হিসাবে পথচলা শুরু করেছিলেন ছোট পর্দা থেকে। এখন অবশ্য বলিউডের পরিচিত মুখ অভিনেতা বিক্রান্ত ম্যাসি। গত বছর শীতল ঠাকুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিক্রান্ত।

Vikrant Massey and Deepika Padukone.

বিক্রান্ত ম্যাসি ও দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪৭
Share: Save:

গত কয়েক বছরে বলিউডের বিভিন্ন ধারার ছবিতে নিজেকে মেলে ধরেছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। শুধু সিনেমা নয়, জনপ্রিয় ওয়েব সিরিজ়েও চুটিয়ে কাজ করেছেন বিক্রান্ত। ‘লুটেরা’, ‘আ ডেথ ইন দ্য গঞ্জ’-এর মতো ব্যতিক্রমী ছবির পাশাপাশি কাজ করেছেন ‘জিনি ওয়েডস সানি’-র মতো রোম্যান্টিক ছবিতেও। বলিউডে নিজের জমি শক্ত করার পর গত বছর অভিনেত্রী শীতল ঠাকুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা। বিয়ের এক বছরের মাথায় পারিবারিক জীবনে নতুন ইনিংস শুরু করতে চলেছেন যুগল। দিন কয়েক আগে কানাঘুষো শোনা গিয়েছিল, খুব শীঘ্রই নাকি দম্পতির কোলে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। এ বার সেই খবরেই সিলমোহর দিলেন বিক্রান্ত। সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করে বিক্রান্ত জানালেন, আগামী বছরই বাবা হতে চলেছেন তিনি।

‘ব্রোকেন বাট বিউটিফুল’ ওয়েব সিরিজ়ের সেটে শীতলের সঙ্গে প্রথম আলাপ বিক্রান্তের। শুটিংয়ের সেটেই বন্ধুত্ব, সেখান থেকে প্রেম। ২০১৯ সালের নভেম্বর মাসে আংটি বদল সারেন যুগল। তার পরে ২০২২ সালে ব্যক্তিগত পরিসরে বিয়ে। বিবাহিত জীবন সম্পর্কে কখনওই জনসমক্ষে আলোচনা করেননি অভিনেতা। তবে জীবনের অন্যতম সুখবর সমাজমাধ্যমের পাতাতেই পোস্ট করেছেন বিক্রান্ত।

অভিনেতা হিসাবে টেলিভিশনের পর্দায় আত্মপ্রকাশ করেন বিক্রান্ত। ‘ধরম বীর’, ‘বালিকা বধূ’-র মতো ধারাবাহিকের পাশাপাশি ‘ঝলক দিখলা যা’, ‘ইয়ে হ্যায় আশিকি’-র মতো অনুষ্ঠানেও দেখা গিয়েছিল তাঁকে। ২০১৩ সালে বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালিত ‘লুটেরা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিক্রান্তের। ওই ছবিতে রণবীর সিংহের প্রিয় বন্ধুর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তার পরে ‘দিল ধড়কনে দো’, ‘হাফ গার্লফ্রেন্ড’-এর মতো ছবিতেও পার্শ্বচরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। কঙ্কনা সেনশর্মার ‘আ ডেথ ইন দ্য গঞ্জ’ ছবিতে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন বিক্রান্ত। ২০২০ সালে মেঘনা গুলজ়ারের ‘ছপাক’ ছবিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধে কাজ করেন তিনি। তাপসী পন্নুর মতো অভিনেত্রীর সঙ্গে ‘হাসিন দিলরুবা’ ছবিতেও কাজ করেছেন বিক্রান্ত। তবে তাঁর অন্যতম জনপ্রিয় কাজ ‘মির্জ়াপুর’ সিরিজ়ে বাবলু পণ্ডিতের চরিত্র। ওই চরিত্রে অভিনয় করার পরেই বৃহত্তর দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE