ছেলের সঙ্গে শেয়ার করা সুদীপার সেই ছবি।— টুইটার থেকে গৃহীত।
মা হওয়া এক অসাধারণ অনুভূতি। কিছুদিন আগেই তার স্বাদ পেয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। তাঁর এবং অগ্নিদেব চট্টোপাধ্যায়ের জীবনে এসেছে ছেলে আদি। তাই সুদীপার এ বছরের মাদার্স ডে ঘিরে রয়েছে ছেলে। মাতৃত্ব ঘিরে রেখেছে নতুন মাকে।
সোশ্যাল ওয়ালে আদির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সুদীপা। তিনি লিখেছেন, ‘সবচেয়ে দামি গয়না যেটা আমার গলা জুড়ে রয়েছে তা হল আমার ছেলে আদির হাত। পারফেক্ট মা হওয়ার কোনও রাস্তা নেই। কিন্তু ভাল হওয়ার লক্ষ পথ রয়েছে।’
কিছুদিন আগে আদিদেভের অন্নপ্রাশনে হাজির ছিলেন টলি মহলের একটা বড় অংশ।ছেলের নাম আদিদেভ রাখার পিছনে ছোট্ট ঘটনা রয়েছে। সুদীপা শেয়ার করেছিলেন, “সন্ধেবেলা ছেলের জন্ম। নাড়ি ওর গলায় জড়িয়ে গিয়েছিল। ওটি-র এক জন বয়স্ক নার্স বলেছিলেন, গলায় সাপ জড়িয়ে শিবঠাকুর এসেছে। শিবের নামেই ওর নাম রাখবেন। আমি ওঁর কথা অগ্রাহ্য করিনি। নাম খুঁজতে গিয়ে এক জায়গায় শিবের নাম পেলাম আদিদেভ। ওর বাবার সঙ্গেও নামের মিল হল। তাই এটা রাখলাম।’’
তবে আদিদেভের ডাকনাম প্রচুর। এমনিতে বাড়িতে আদি বলে ডাকা হয়। বাবা ডাকেন গাবলু। মায়ের কাছে আদির আদরের নাম মোগলি।
আরও পড়ুন, অদ্ভুত সেজে ট্রোলড হলেন প্রিয়ঙ্কা!
The most precious jewels around my neck,are the arms of my son-Aadi. There is no way to be a perfect mother,and a million ways to be a good one. #AadidevChatterjee #MothersDay pic.twitter.com/IsL4wBxJBi
— Sudipa Chatterjee (@sudiparannaghor) May 12, 2019
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)