Advertisement
E-Paper

রাজনীতিতে আসবে কি না জানি না, পর্দায় ‘ইন্দিরা গান্ধী’ হলে কাঁপিয়ে দেবে!

শুভশ্রী নাটকে অভিনয় করছে, দেখার খুব ইচ্ছে। আমার ‘আনন্দ’ কিংবা ‘বসন্তবিলাপ’-এর মঞ্চরূপে যদি নায়িকা হত!

পার্থ ভৌমিক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ০৯:০০
শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে সাংসদ-অভিনেতা পার্থ ভৌমিক।

শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে সাংসদ-অভিনেতা পার্থ ভৌমিক। ছবি: সংগৃহীত।

কাঁধে গুরু দায়িত্ব চাপিয়ে দিয়েছে আনন্দবাজার ডট কম। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে ওকে নিয়ে লিখতে হবে। অবশ্যই আমাদের দলের অন্যতম বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বন্ধুত্বের সুবাদে শুভশ্রীকে দেখা। এই সাক্ষাৎ ওর বিভিন্ন রূপ দেখতে, ওকে চিনতে সাহায্য করেছে।

নায়িকা বাড়ির বৌমা হলে কেমন হন? পেশাজীবন সামলে তিনি কি আদর্শ ঘরনি হয়ে উঠতে পারেন?

শুভশ্রী পেরেছে। রাজ-শুভশ্রী দু’জনেই আমার থেকে ছোট। ওরা ‘দাদা’ বলে ডাকে। তাই নায়িকাকে ‘তুমি’ সম্বোধন। রুপোলি পর্দার নায়িকা যে খুব ভাল বৌমা হতে পারে, শুভশ্রী তার উদাহরণ। বিশেষ করে শাশুড়ির প্রতি কড়া নজর। বাড়িতে যত ক্ষণ থাকে, আগলে রাখে। একই ভাবে আগলায় বাড়ির যে কোনও অনুষ্ঠানে। যেমন, ওদের হালিশহরের বাড়িতে একবার কোনও একটি পুজোয় গিয়েছিলাম। দেখি, সকলকে দেখার ফাঁকে ঠিক ঘুরেফিরে শাশুড়ির গা ঘেঁষে গিয়ে দাঁড়াচ্ছে। বৌমা ‘মেয়ে’ হয়ে গেলে কি এ রকমই হয়?

এ বার মা শুভশ্রীর কথা। আজকের শিশুদের মানুষ করা মুখের কথা? ওরা নিমেষে বুঝে ফেলে, ধরে নেয় সব। মাকে দরকারে ওদের বয়সি হয়ে যেতে হয়। শুভ সেটাই হয়। ইউভান-ইয়ালিনি দারুণ বুদ্ধিমান। ততটাই বুদ্ধি করে ওদের সামলায় নায়িকা মা। সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে শুভশ্রীর সঙ্গে কাজের সুযোগ হয়েছিল। দেখেছি, সেট থেকে ফোনে সন্তানদের খোঁজখবর নিচ্ছে। বাড়িতে থাকলে ওদের জন্য নিবেদিতপ্রাণ।

স্ত্রী শুভশ্রীকে তো রাজ চোখে হারায়! অদ্ভুত রসায়ন, সমীকরণ ওদের। সারাক্ষণ একে অন্যের পাশে থাকছে। ভালয়-মন্দয় সমর্থন জানাচ্ছে। তা হলে কি ঝগড়া হয় না? নিশ্চয়ই হয়। ওরা তার আঁচ বাইরে আসতে দেয় না। নিজেদের মধ্যে মিটিয়ে নেয়।

বাকি রইল নায়িকা শুভশ্রীর কথা। এককথায় ‘ভার্সেটাইল’। যে কোনও চরিত্র দিন, সেই ছাঁচে নিজেকে ঢেলে দেবে। জলের মতো সহজ। পাত্র যেমনই হোক, ঠিক সেই আকার ধারণ করে নেবে। শুটিংয়ের সময় দুনিয়া ভুলে যায়। শুট শেষ তো চারিদিকে নজর! এই প্রসঙ্গে বলি, শুভশ্রী নাটকে অভিনয় করছে, অনেক দিন ধরে দেখার খুব ইচ্ছে। আমার ‘আনন্দ’ কিংবা ‘বসন্তবিলাপ’-এর মঞ্চরূপে যদি নায়িকা হত!

শুভশ্রী কোনও দিন রাজনীতিতে আসবে? শুনেছি এই কৌতূহল নাকি টলিউডের অন্দরে-বাইরে প্রবল। বিশেষ করে স্বামী যদি রাজনীতিবিদ হন, তা হলে কৌতূহলের পারদ চড়ে। শুভশ্রী হাসতে ভালবাসে। শুভশ্রী আড্ডা দিতে ভালবাসে। নায়িকা অতিথিপরায়ণ। তাই বাড়িতে লোকজন এলে খুশি হয়। কিন্তু কখনও কারও সঙ্গে রাজনীতি নিয়ে একটা শব্দ খরচ করতে দেখিনি। আমার সঙ্গেও না। তাই ওর আগ্রহ আছে কি না, জানতে পারিনি।

তবে পর্দায় শুভশ্রী যদি ‘ইন্দিরা গান্ধী’র চরিত্রে অভিনয় করে, তা হলে কাঁপিয়ে দেবে। কোনও দিন এ রকম কিছু ঘটলে, সে দিন আমার কথা মিলিয়ে নেবেন।

Partha Bhowmick Raj Chakrabarty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy