Advertisement
E-Paper

আবার বিপদে কপিল শর্মা, কানাডায় গুলি-কাণ্ডের পরে এ বার মুম্বইয়েই হুমকির মুখে কৌতুকশিল্পী!

সম্প্রতি কানাডা থেকে কপিলকে ব্যবসা গোটানোর হুমকি দেওয়া হয়েছে একাধিক বার। এ বার ফের বিপদের মুখে তিনি। মুম্বইয়ে শান্তি নেই তাঁর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৮
ফের হুমকি পেলেন কপিল শর্মা।

ফের হুমকি পেলেন কপিল শর্মা। ছবি: সংগৃহীত।

কিছুদিন আগে একদল দুষ্কৃতী কানাডায় কপিলের ক্যাফেতে গুলি চালায়। সেই দেশ থেকে কপিলকে ব্যবসা গোটানোর হুমকি দেওয়া হয়েছে একাধিক বার। এ বার ফের বিপদের মুখে তিনি। মুম্বইয়েও শান্তি নেই তাঁর। মুম্বই নবনির্মাণ সেনার রোষানলের মুখে তারকা।

ওই সংগঠনের দাবি, কপিল তাঁর শোয়ে মুম্বইকে একাধিক বার ‘বম্বে’ অথবা ‘বোম্বাই’ বলে অভিহিত করেছেন। তাতেই ক্ষুব্ধ তারা। আবার যদি কপিল মুম্বইয়ের নাম বিকৃত করেন তা হলে তাঁর শো বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে তারা। নবনির্মাণ সেনার দাবি, ‘‘শহরটার নাম মুম্বই। সেই নামেই ডাকুন। এটা আপত্তি নয়, এটা ভিতরের ক্ষোভ থেকে বলছি। যদি আপনি বেঙ্গালুরু, কলকাতা, চেন্নাইয়ের ক্ষেত্রে সঠিক উচ্চারণ করতে পারেন, তা হলে মুম্বই নয় কেন!’’

ওই সংগঠনটি এ-ও জানায়, যদি এটা কপিলের অজান্তে করা ভুল হয়, তবে তা যেন তিনি দ্রুত শুধরে নেন। নবনির্মাণ সেনার পক্ষ থেকে অময় খোপেকর বলেন, ‘‘মুম্বইয়ে এক বছর ধরে কাজ করছেন। এটা আপনার কর্মভূমি। এখানকার মানুষ এত ভালবেসে আপনার অনুষ্ঠান দেখেন। সেই শহরকে, সেখানকার মানুষকে অপমান করছেন! আপনাকে শেষ বার বলছি, শুধরে যান কপিল শর্মা।’’

চলতি বছরের জুন মাস থেকে শুরু হয়েছে কপিল শর্মা শোয়ের নতুন সিজ়ন। তার পর থেকেই একের পর ফাঁড়া যাচ্ছে তাঁর উপর দিয়ে। যদিও নবনির্মাণ সেনার হুমকির প্রেক্ষিতে কপিলের তরফ থেকে কোনও বিবৃতি মেলেনি।

Kapil Sharma The Kapil Sharma Show The Great Indian Kapil Show Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy