মুনাওয়ার-জাস্টিন
মুখের কথা আর তির— এক বার বেরিয়ে গেলে আর ফেরানোর পথ নেই। সেই তিরেই এখন বিদ্ধ মুনাওয়ার ফারুকি। জাস্টিন বিবারের শারীরিক অবস্থা নিয়ে মজা করতে গিয়ে বিপাকে পড়েছেন কৌতুকশিল্পী।
ঘটনার সূত্রপাত মুনাওয়ারের এক টুইটকে ঘিরে। সম্প্রতি জাস্টিন বিবার তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন নেটমাধ্যমে। ‘রামসে হান্ট সিনড্রোম’-এ আক্রান্ত তিনি। যার জেরে তাঁর মুখের ডান দিক পক্ষাঘাতগ্রস্ত। সে কারণে তিনি মুখ নাড়তে বা হাসতে পারছেন না। তার প্রেক্ষিতেই নিজের টুইটে মুনাওয়ার লিখেছেন, ‘প্রিয় জাস্টিন বিবার, তোমার অবস্থা বুঝতে পারছি। ভারতেও ডান দিক ঠিকঠাক কাজ করে না।’
সেই টুইট দেখেই তুমুল শোরগোল। রে রে করে উঠেছেন টুইটার পাড়ার বাসিন্দার। সেই দলে রয়েছেন মুনাওয়ারের অনুরাগীরাও। জাস্টিনের অসুস্থতা নিয়ে রসিকতা করায় ক্ষিপ্ত সকলেই। কেউ লিখেছেন, ‘কারও অসুস্থতা হাসির খোরাক হতে পারে না।’ কেউ একে ‘ডার্ক কমেডি’ বলতেও ছাড়েননি। আর এক জনের মন্তব্য, ‘জাস্টিনের অসুস্থতা নিয়ে মজা করে বুঝিয়ে দিয়েছেন, কতটা নির্দয় আপনি।’ কেউ আবার লিখেছেন,‘আমি আপনার অনুরাগী। তা-ও বলছি, কারও কষ্টকে আপনার হাস্যকৌতুকের বিষয় করবেন না। আপনি সৃজনশীল, তা আমরা জানি। কিন্তু কারও অসুস্থতা সৃজনশীল বিষয়বস্তু হতে পারে না।’
অস্কার-মঞ্চে একই কাণ্ড করেছিলেন কৌতুকশিল্পী-সঞ্চালক ক্রিস রকও। মজার মোড়কে অভিনেত্রী জাডা পিঙ্কেটের অ্যালোপেশিয়া রোগ নিয়ে রসিকতা করে ফেলেন তিনি। তাতেই মেজাজ হারিয়ে সটান মঞ্চে উঠে তাঁকে চড় মেরে বসেন জাডা-র স্বামী, অভিনেতা উইল স্মিথ। স্মিথের কীর্তিতে ক্ষুব্ধ অ্যাকাডেমি তাঁকে বহিষ্কার করে। আগামী কয়েক বছর অ্যাকাডেমি পুরস্কারের মনোনয়নও পাবেন না তিনি। তবু ক্রিস রকের দায়িত্বজ্ঞানহীন রসিকতা নিয়েও নিন্দার ঝড় কম ওঠেনি বিশ্ব জুড়ে। কারও অসুস্থতা নিয়ে মজা করার কারণে ‘নির্দয়’ তকমা লেগেছে তাঁর গায়েও।
জাস্টিন বিবারের অসুস্থতা নিয়ে মুনায়ারের টুইট এবং তাঁর জেরে বিপুল ক্ষোভ ফিরিয়ে এনেছে অস্কার-মঞ্চের সেই স্মৃতি। কৌতুকশিল্পীর মজার মোড়কে কথা বরাবরই অনাবিল আনন্দ দিয়ে এসেছে অনুরাগীদের। সেই কৌতুকে নিজেই এ বার তাঁর নাকের জলে চোখের জলে অবস্থা। হাস্যকৌতুকের মঞ্চে একা মুনাওয়ার নিজেই এখন হাসির খোরাক।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy