সন্তানের স্কুলে ভর্তি নিয়ে বাবা-মায়ের বিড়ম্বনার ছবি ‘হিন্দি মিডিয়াম’। কিন্তু ছবির মুখ্য অভিনেতা ইরফান খান নিজে হিন্দিতে কতটা সড়গড়?
‘‘আমি হিন্দি সাহিত্য পড়েছি, হিন্দি সিনেমা করছি। বাড়িতেও চেষ্টা করি আমার ছেলেদের সঙ্গে হিন্দিতে কথা বলতে। কিন্তু কখনও-সখনও হিন্দি আর ইংরেজি মিশে যায়,’’ বলছেন ইরফান। তাঁর স্ত্রী সুতপা বাঙালি। সেই সুবাদে ইরফান অল্পবিস্তর বাংলা বলতে পারেন। কিন্তু তাঁর ছেলেরা কতটা বাংলা বলতে পারে? ‘‘ওরা যখন মামার বাড়ি যায়, তখন বাংলায় কথা বলার চেষ্টা করে। আমি আর সুতপা দু’জনেই চেষ্টা করি ছেলেরা যেন হিন্দি-বাংলা সব বুঝতে পারে,’’ জবাব ইরফানের।
সিনেমার ক্ষেত্রে ভাষা নিয়ে কোনও ছুঁতমার্গ নেই তাঁর। হলিউডেও ছবি করেছেন। বাংলাদেশের ছবিতেও অভিনয় করছেন। যার জন্য তাঁকে বাংলা বলতে হয়েছে। ‘ডুব’ ছবিটির গল্প ইরফানের এতটাই পছন্দ হয়ে গিয়েছিল যে, ৃসহ-প্রযোজনার দায়িত্বও নিয়েছেন। ‘ডুব’-এর বাংলা সংলাপ নিয়ে একটু ভয়ে ভয়ে ছিলেন ইরফান। বললেন, ‘‘বাংলা সংলাপ নিয়ে খুব সতর্ক ছিলাম। যদি ঠিকমতো বলতে না পারি তা হলে সুতপা বকুনি দেবে। ভীষণ অবজ্ঞার চোখে দেখবে।’’
‘হিন্দি মিডিয়াম’-এর পরিচালক সাকেত চৌধুরী। ইরফানের বিপরীতে রয়েছেন পাকিস্তানের অভিনেত্রী সাবা কোমার।