Advertisement
E-Paper

কেউ এলেন ঘোড়ায় চেপে, কেউ দিলেন পর্দা ছিঁড়ে! প্রেক্ষাগৃহে ‘ছাওয়া’ দেখতে এসে হুলস্থুল

‘ছাওয়া’ বক্স অফিসে প্রথম দিনে ৩১ কোটি টাকার ব্যবসা করেছে। সময়ের সঙ্গে ছবিটির ব্যবসা বাড়ছে।

Nagpur man dresses up as Chhatrapati maharaj rides horse to watch Vickey Kaushal’s Chhaava

‘ছাওয়া’ দেখতে ঘোড়ায় চেপে প্রেক্ষাগৃহে প্রবেশ করেছেন এক দর্শক। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৩
Share
Save

গত সপ্তাহে মুক্তি পেয়েছে ভিকি কৌশল অভিনীত ছবি ‘ছাওয়া’। তার পর থেকে দর্শকের একাংশের মধ্যে এই ছবিকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। অন্য দিকে ছবি ঘিরে সমালোচনাও চোখে পড়েছে। তবে দুই রাজ্যে ছবি দেখতে গিয়ে অন্য রকম অভিজ্ঞতার সাক্ষী থাকলেন দর্শক।

প্রথম ঘটনাটি নাগপুরের। প্রেক্ষাগৃহে ছবির প্রদর্শন চলছে। তার মধ্যেই এক জন অনুরাগী ঘোড়ায় চড়ে প্রেক্ষাগৃহে প্রবেশ করেন। শুধু তা-ই নয়, তিনি ছবিতে ভিকির মতো পোশাক পরেই প্রেক্ষাগৃহে প্রবেশ করেন। তার পর সিনেমার পর্দার সামনে গিয়ে দর্শকদের দিকে ফিরে ছিলেন। সেই ভিডিয়ো আপাতত সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অনুরাগীরাও সেই ভিডিয়োয় নানা মজার মন্তব্যে ভরিয়ে তুলেছেন।

দ্বিতীয় ঘটনাটি গুজরাটের। সেখানে একটি মাল্টিপ্লেক্সে ছবির প্রদর্শন চলাকালীন হঠাৎ করেই ক্ষেপে যান এক দর্শক। পর্দায় তখন ঔরঙ্গজেবকে দেখানো হচ্ছে। ছবিতে এই চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খন্না। ওই ব্যক্তি ছুটে এসে পর্দার সামনে রাখা অগ্নি নিবার্পক যন্ত্রটি তুলে নেন। তার পর সেটিকে ছুড়ে পর্দাটি ছিঁড়ে ফেলেন। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে আটক করেন। প্রেক্ষাগৃহের কর্ণধার জানিয়েছেন, এই ঘটনায় তাঁদের প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

‘ছাওয়া’ বক্স অফিসে প্রথম দিনে ৩১ কোটি টাকার ব্যবসা করেছে। সময়ের সঙ্গে ছবির ব্যবসা বাড়ছে। তার মাঝেই এই ঘটনা দু'টি নেটদুনিয়ায় দর্শককে হাসির খোরাক জুগিয়েছে।

Chhaava Hindi Films Vicky Kaushal

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}