Advertisement
E-Paper

পাঁঠার মাংস খাওয়ার অপরাধ, প্রতিশোধ নেন নানা পটেকর! কী করতে হয়েছিল প্রযোজককে?

সাধারণ পোশাক, অধিকাংশ সময় থাকে গলায় গামছা। খান নিরামিষ খাবার। কিন্তু এক প্রযোজক নানার বাড়িতে পাঁঠার মাংস খেতেই পাল্টা প্রতিশোধ নিলেন অভিনেতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৯:০৯
Nana Patker made a producer wash dish after eating mutton at his home

নানা পটেকর। ছবি: সংগৃহীত।

বলিউডের অন্যতম অভিজ্ঞ অভিনেতা নানা পাটেকর। কৃতী অভিনেতা হওয়া সত্ত্বেও নিজের স্বভাবের জন্য বার বার বিতর্কে জড়ান ‘ওয়েলকাম’ খ্যাত অভিনেতা। তিনি তাঁর কেরিয়ারে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। শোনা যায়, চরিত্রাভিনেতা হিসেবে নানাই প্রথম কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন, যা ছিল সেই নায়কের পারিশ্রমিকের সমতুল্য। আর তা তাঁকে দিয়েও দেওয়া হয়। অবশ্য নিজের জীবনযাপনে বৈভবের ছাপ নেই। সাধারণ পোশাক, অধিকাংশ সময় থাকে গলায় গামছা। খান নিরামিষ খাবার। কিন্তু এক প্রযোজক নানার বাড়িতে পাঁঠার মাংস খেতেই প্রতিশোধ নিলেন অভিনেতা।

অভিনেতা পরেশ রওয়াল নানার দীর্ঘ দিনের বন্ধু। শিল্পী হিসেবে সম্মান করেন নানাকে। তিনি বিভিন্ন সময় জানিয়েছেন, নানার ব্যাক্তিত্বটাই আলাদা। তাঁকে ‘বস্’ বলে সম্বোধনও করতেন পরেশ। নানার বাড়িতে পাঁঠার মাংস খাওয়ার ঘটনাটি নিয়ে পরেশ বলেন, ‘‘আমাদের চেনাশোনা এক প্রযোজক ছিলেন। তিনি নানার বাড়িতে এসে পাঁঠার মাংস খান রাতে। নানা তখন বাধা দেননি। খাওয়া-দাওয়ার পর জিজ্ঞেস করেন, শান্তি করে খাওয়া হয়েছে তো? উত্তর আসতে সেই রাতেই বাসন মাজান সেই প্রযোজককে দিয়ে। নানা এমনই এক মানুষ। ওঁর ব্যাপারটাই আলাদা।’’

Nana Patekar Paresh Rawal Film Producer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy